Advertisment

মাধ্যমিক ২০২১-র সূচি প্রকাশিত, পরীক্ষা ১-১০ জুন

মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। প্রকাশিত সূচি অনুসারে জুন মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে।

Advertisment

পর্ষদের সূচি অনুসারে কবে কী পরীক্ষা-

* ১ জুন ২০২১ - প্রথম ভাষা
* ২ জুন ২০২১ - দ্বিতীয় ভাষা
* ৩ জুন ২০২১ - ভূগোল
* ৫ জুন ২০২১ - ইতিহাস
* ৭ জুন ২০২১ - অঙ্ক
* ৮ জুন ২০২১ - জীবন বিজ্ঞান
* ৯ জুন ২০২১ - ভৌত বিজ্ঞান
* ১০ জুন ২০২১ - ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

কোভিডের কারণে এবার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে সিলমোহর দেয় রাজ্য সরকার।

লকডাউনের জেরে চলতি বছর মার্চ মাসের মাঝামাঝি থেকেই স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। ফলে পরীক্ষা কিভাবে, কবে হবে, তা নিয়ে ভাবনা ছিল দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের। অবশেষে তার অবসান হল।

ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী কোন কোন অধ্যায় পরীক্ষাতে থাকবে এবং কোনগুলো বাদ পড়েছে তা বিষয়ভিত্তিকভাবে নোটিফিকেশন করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

madhyamik exam
Advertisment