আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রস্তুতি প্রায় সম্পন্ন। মঙ্গলবার সাংবাদিক বৈক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি জানিয়েছেন এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে।
এবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলছে ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। গত বছর যা ছিল প্রায় ১১ লক্ষ। ইতিমধ্যেই রাজ্যজুড়ে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের সবদিক খতিয়ে দেখা হয়েছে বলে দাবি করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষার খাতা নির্ভুল ভাবে যাতে দেখা হয় তার জন্য চলতি বছরের মাধ্যমিকে ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন- মাধ্যমিকের সাজেশন
মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।' তবে ফলাফলের দিন এখনও জানানো হয়নি।
গতবছর জুন মাসের ৩ তারিখ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন- বৃহস্পতিবার শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ কী উদ্যোগ রেলের