সামনেই মাধ্যমিক পরীক্ষা। হাতে মাত্র বারো দিন। পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ ফেব্রুয়ারি স্কুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ৷ বুধবার স্কুল কর্তৃপক্ষদের জানানো হয়েছে, ওই দিনই বোর্ডের বিভিন্ন ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ৷
অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর যদি তাতে কোনওরকম ভুল দেখা যায়, তাহলে তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে ৷
প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা৷
দেখে নিন মাধ্যমিক পরীক্ষার রুটিন---
১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার)ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়