Advertisment

মাধ্যমিকের ‌‌অ্যাডমিট কার্ড প্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর যদি তাতে কোনওরকম ভুল দেখা যায়, তাহলে তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে ৷

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, করোনা আপডেট, করোনা, করোনা আতঙ্ক, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মারণ ভাইরাস, করোনা, coronavirus latest update, অষ্টম শ্রেণি পর্যন্ত সকলে পাশ, শিক্ষা দফতর, coronavirus news, coronavirus west bengal, bengal lockdown, পশ্চিমবঙ্গে লকডাউন, কলকাতা লকডাউন, coronavirus bengal, করোনা কলকাতা, করোনাভাইরাস বাংলা, coronavirus kolkata, করোনা কলকাতা, coronavirus west bengal

প্রতীকী ছবি।

সামনেই মাধ্যমিক পরীক্ষা। হাতে মাত্র বারো দিন। পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ ফেব্রুয়ারি স্কুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ৷ বুধবার স্কুল কর্তৃপক্ষদের জানানো হয়েছে, ওই দিনই বোর্ডের বিভিন্ন ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ৷

Advertisment

অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর যদি তাতে কোনওরকম ভুল দেখা যায়, তাহলে তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে ৷

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা৷

দেখে নিন মাধ্যমিক পরীক্ষার রুটিন---

১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার)ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়

madhyamik exam
Advertisment