মাতৃভাষায় যতই কথা বলা, কিংবা মনের ভাব প্রকাশ করা চলুক না কেন.. বাংলা কিন্তু বেজায় কঠিন। সঠিক ভাষা এবং সঠিক শব্দের প্রয়োগ না হলে একটি বাক্য ফুটিয়ে তোলা খুব মুশকিল। কিন্তু মাধ্যমিকের শুরুই হয় বাংলা দিয়ে। প্রথম ভাষা বাংলা, আর এই পরীক্ষা নিয়ে কেউ খুব চাপে থাকে আবার কেউ কেউ খুব শান্ত থাকে। তবে, বাংলায় নম্বর পাওয়া মোটেই খুব সহজ কথা না। কিন্তু কিভাবে লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় সেই বিষয়েই জানাচ্ছেন কুচবিহার বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষক উৎপল সরকার।
প্রশ্ন সোজা সাপটা আসবে?
যেহেতু দুটো বছর, এর আগে পড়াশোনা অন্য মাত্রায় চলে গিয়েছিল তাই এবছর যে কি ধরনের প্রশ্ন আসবে সেটা বলা খুব মুশকিল। তবে, হ্যাঁ! নিয়মের বাইরে প্রশ্ন আসবে না। বাংলায় ব্যাকরন আছে, অনেক ধরনের বিভাগ রয়েছে। তো সবমিলিয়ে দেখা যাক।
কী কী ভাবে প্রিপারেশন নিলে ভাল?
- প্রথম, আত্মবিশ্বাস থাকা ভাল কিন্তু আমরা পারি এটা ভেবে পরীক্ষা দিতে গেলে খুব মুশকিল। এটা মাথায় রাখতে হবে যে আমরা পারব। তাহলেই কিন্তু খুব সুবিধা। ভাল করে টেক্সট বুক পড়তে হবে। মানে বুঝতে হবে। বাংলায় তো মুখস্থ করার কিছু নেই।
- দ্বিতীয়, গতবছর সিলেবাসে শেষের দু তিনটে কবিতা, গল্প বাদ ছিল... এবার দেখা গেল সেইগুলো থেকেই এও বড় প্রশ্ন! তাই ওটা ভুলে গেলে চলবে না। সেই চ্যাপ্টার গুলো ভাল করে পড়তে হবে। বাংলায় উক্তি এবং পংক্তি তুলে লেখাটা খুব দরকার। তাতে শিক্ষকের লেখাটা পড়তেও ভাল লাগে।
- তৃতীয়, ব্যাকরণ। গতবছর ছিল শুধু কারক এবং সমাস এবার বাক্য ও বাচ্য যোগ হয়েছে। ১৬ টা নম্বর রয়েছে এতে। ব্যাকরণ এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে সেখান থেকে একটা নম্বর কাটা না যায়। ভাল করে চোখ বোলাতে হবে ব্যাকরণের ক্ষেত্রে।
- চতুর্থ, প্রতিবেদন হোক অথবা রচনা - দুটিতেই কিন্তু নম্বর পাওয়া খুব সহজ নয়। ভাষার প্রয়োগ ভাল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন, বাক্যের গঠন সঠিক থাকে। সামাজিক ঘটনাগুলো একটু চোখ বুলিয়ে রাখা ভাল। অনেক সময় সংলাপ রচনার ক্ষেত্রে সামাজিক বিষয় টপিক হিসেবে দেওয়া হয়।
- পঞ্চম, কবি পরিচিতি একটু দেখে রাখা ভাল। কিংবা উত্তর যখন ফরমেশন করবে একটা উত্তরকে তিনটি পার্ট অনুযায়ী ভেঙে দেওয়া ভাল। এই যে বিভাগগুলো কেমন হবে সেটা এখন থেকেই দেখে রাখা ভাল।
পরীক্ষার হলে কিভাবে উত্তর লিখলে ভাল হয়?
১. ভয় পাওয়ার কিছুই নেই। ১৫ মিনিট সময় ওদের হাতে থাকে শুরুতে। আগে, ভেবে নিক কোন কোন উত্তর লিখলে ভাল নম্বর পাবে। আর বিকল্প প্রশ্ন গুলো যেন অবশ্যই দেখে।
২. বেশি উত্তর লেখার দরকার নেই। শব্দের গঠন যেন ঠিক থাকে। বাক্য সঠিক হলেই নম্বর।
৩. অনুবাদের একটা প্রশ্ন থাকে। ইংরেজি থেকে বাংলা করতে হয়, সেখানে লাইন বাই লাইন করতে হবে না। বরং পুরো প্যারাগ্রাফ পরে নিয়ে যেটুকু বুঝতে পারছ সেটা হলেই হবে। দুটো ভাষা তো আলাদা একভাবে লেখা যায় না।
৪. শরীর ঠিক রাখা এখন খুব দরকার। সারাদিনে অল্প করে খাওয়া এবং, দু ঘন্টা পড়ছে আবার একটু ঘুরে এল, বেশি স্ট্রেস নেওয়া যাবে না।