ভূগোলতে গোল... এই শব্দটা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ কেউ একেবারেই করেন না। টু দ্য পয়েন্ট উত্তর এবং প্রাকটিকাল প্রশ্ন - মাধ্যমিকে ভূগোলে নম্বর পাওয়ার আসল সিক্রেটটা কী জানেন তো? অন্তত, যারা এবার মাধ্যমিক দিচ্ছেন, তাঁদের কিন্তু এই টিপস গুলো কাজে লাগানো উচিত।
নামে ভূগোল হলেও আদ্যোপান্ত বিজ্ঞান বিষয়ক একটা বিষয়। যে ভূপৃষ্ঠে বাস করা, তাঁকে চেনা সকলের পক্ষেই দরকার। ঐতিহাসিক এবং প্রাগৈতিহাসিক সময় থেকে দীর্ঘসময় ধরে ভূপৃষ্ঠের যে গঠনগত পরিবর্তন ঘটেছে, সেই প্রসঙ্গেও জ্ঞান থাকা দরকার। বছর দুয়েক পর, এবারের মাধ্যমিক এক্কেবারে আগের মতোই। কীভাবে প্রিপারেশন নেবেন পড়ুয়ারা জানাচ্ছেন শিক্ষিকা সাহানা সেনগুপ্ত।
কোন কোন বিভাগে চোখ বোলালে ভাল?
- প্রথমত, যেহেতু দুবছর পর স্বাভাবিক নিয়মে মাধ্যমিক তাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াই ভাল। এবার যারা পরীক্ষা দিচ্ছে তাঁরা কিন্তু অষ্টম এবং নবম শ্রেণিতে একটু হলেও ফাঁকিবাজি দিয়েছে। তাই সেটা একটু সামলে। বই ভাল করে পড়তে হবে।
- দ্বিতীয়ত, যেহেতু ভূগোল.. তাই শেষ পাঁচবছরের মাধ্যমিকের প্রশ্নপত্র এবং টেস্ট পেপার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সাজেশন নয়, কিন্তু ধরে ধরে কোন পার্টটা অসুবিধা হচ্ছে সেটা বুঝে আবারও চোখ বুলিয়ে নিতে হবে।
- তৃতীয়ত, ম্যাপ পয়েন্টিং। এতে ভুল করলে চলবে না। এতে একদম দশ নম্বর পেতেই হবে। ভাল করে বাড়িতে শেষ কিছুদিন এটা প্র্যাকটিস করতে হবে। একটুও যেন ভুল বা নম্বর কাটার জায়গা না থাকে।
- চতুর্থত, খুঁটিয়ে পড়া, তাঁর কারণ প্রায় ৩০ নম্বর মত শর্ট প্রশ্ন আছে। এতেও কিন্তু প্রচুর নম্বর তোলা যায়। শর্ট প্রশ্নের জন্য ভাল করে পড়তে হবে।
- পঞ্চমত, অবশ্যই আঁকা প্র্যাকটিস করবে। ক্ষয়জাত ভূমিরূপ অথবা সঞ্চয়জাত ভূমিরূপ প্রসঙ্গে যত্ত আঁকা, তারপর নদীর গতিপ্রকৃতি, বায়ুমণ্ডল এই ধরনের আঁকা প্র্যাকটিস করতে হবে। কারণ লেখার সঙ্গে আঁকা থাকলে নম্বর বেশি।
কোন পার্ট থেকে অসুবিধা হতে পারে বলে মনে করেন?
ভূগোলের ক্ষেত্রে আঞ্চলিক বিভাগটি অনেকেই বুঝতে পারেন না। কারণ পুরোটাই মুখস্থ করার বিষয়। সকলের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তবে, হ্যাঁ ফিজিকাল অথবা ভূপৃষ্ঠের গঠনগত বিভাগটি একটু বুঝে পড়লে কিন্তু কেল্লাফতে। এটা মনে রাখা অনেক সহজ। আর রিজিওনাল বিভাগটি যদি কেউ ম্যাপ অনুযায়ী মনে রাখে তাহলে খুবই ভাল।
আরও পড়ুন সামনেই মাধ্যমিক, অঙ্ক নিয়ে চিন্তায়? লাস্ট মিনিট সাজেশন জানাচ্ছেন বিশেষজ্ঞ
প্রশ্ন কেমন আসতে পারে?
কোনওদিনই ঘুরিয়ে খুব একটা আসে না। সব ধরনের পড়ুয়াদের কথা মাথায় রেখেই প্রশ্ন হয়। আর ভূগোলে যেহেতু ২/৩/৫ নম্বরের প্রশ্ন থাকে তাই, ভাগে ভাগে নম্বর তোলা সহজ। ভাল করে পড়লেই হল।
পরীক্ষার আগে কোনও টিপস?
১. ভুল করেও তাড়াহুড়ো করা যাবে না। কারণ, এতে উত্তর গোলমাল হয়ে যায়। তখন ভুল লেখার সম্ভাবনা বেশি।
২. খাতায় যখন লিখবে, দুই তিনটা পেনের কালি ব্যবহার করতে হবে এমন কোনও কথা নেই। তবে, ভূগোলের ক্ষেত্রে পয়েন্ট আউট, বুলেট এগুলো করলে একটু ভাল।
৩. যে প্রশ্নগুলো ভাল জানি সেটা আগে লিখলাম, আর বাকি গুলো পড়ে, এটা না করলেই ভাল। এতে কোনও ভাল ইম্প্রেশন হয় না। শিক্ষকদের খাতা দেখতে অসুবিধা হয়।