MAT 2019: ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টের (MAT 2019) রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রার্থীরা MAT-এর অফিসিয়াল ওয়েবসাইট www.mat.aima.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। পেপার বেসড টেস্ট (PBT) এবং কম্পিউটার বেসড টেস্টের (CBT) রেজিস্ট্রেশনের শেষ তারিখ যথাক্রমে ৮ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি। জেনে নিন প্রয়োজনীয় তথ্য।
আরও পড়ুন: ডাউনলোড করুন JEE মেইন-এর অ্যাডমিট কার্ড
MAT ২০১৯-এর জরুরি তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৬ ডিসেম্বর
পেপার বেসড টেস্ট (PBT)-র জন্য অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি
কম্পিউটার বেসড টেস্ট (CBT)-র অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি
পেপার বেসড টেস্ট (PBT)-র অ্যাডমিট কার্ড মিলবে: ৯ ফেব্রুয়ারি
কম্পিউটার বেসড টেস্ট (CBT)-র অ্যাডমিট কার্ড মিলবে: ২৩ ফেব্রুয়ারি
পেপার বেসড টেস্ট (PBT)-এর তারিখ: ১৭ ফেব্রুয়ারি
কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর তারিখ: ২৩ ফেব্রুয়ারি
MAT 2019-এর জন্য রেজিস্টার করবেন কীভাবে
Step 1 - অফিসিয়াল ওয়েবসাইট www.mat.aima.in এ যান
Step 2 - নতুন রেজিস্ট্রেশনের জন্য হোমপেজে ‘fresh candidate to create log in’ লিঙ্কে ক্লিক করুন
Step 3 - নতুন রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে থাকলে ‘complete registration process’ লিঙ্কে ক্লিক করুন
Step 4 - একটি নতুন উইন্ডো খুলবে
Step 5 - প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন
জেনে নিন বিস্তারিত
MAT ২০১৯-এর প্রয়োজনীয় তথ্য
প্রার্থীরা JPG বা JPEG ফর্ম্যাটে ছবি এবং ফটো স্ক্যান করে রাখুন। ইমেজ ফাইল হতে হবে ৪০ কেবি থেকে ১০০ কেবির মধ্যে। সই-এর ফাইল হতে হবে ১০-৪০ কেবির মধ্যে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুয়ায়ী, শিক্ষাগত যোগ্যতার সমস্ত শংসাপত্র বহনযোগ্য হতে হবে এবং অবশ্যই প্রতিটি কপির একটি করে স্ক্যান করা কপি থাকতে হবে।
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিজনেস স্কুলের প্রবেশিকা পরীক্ষা এই MAT। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলে MBA এবং সমতুল পরীক্ষায় আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
Read the full story in English