Advertisment

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাতিল মেডিক্যাল কলেজের পরীক্ষা

মেডিক্যাল কলেজে ফের করোনা সংক্রমণ

author-image
IE Bangla Web Desk
New Update
মেডিকেল কলেজ - medical college

পরীক্ষা বাতিল মেডিক্যাল কলেজে

করোনার কারণে পরীক্ষা বাতিল মেডিক্যাল কলেজে। চারজন থেকে বেড়ে ১৪ জন, ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মেডিক্যাল কলেজ চত্বরে শোরগোল পড়ে গেছে। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে করোনা কোপে প্রফেসররাও।

Advertisment

বঙ্গে করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু হারও থাকছে। মেডিক্যাল কলেজের বেশিরভাগ পড়ুয়াই করোনা আক্রান্ত, পরীক্ষা হলে উপস্থিত থাকতে পারেননি অনেকেই, সেই কারণেই বাতিল করা হয়েছে পরীক্ষা। তৃতীয় সেমিস্টারের MBBS পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন < পুজোর আগেই ঢেউ আটকাতে তৎপর রাজ্য সরকার, হাসপাতালে জারি নয়া নির্দেশিকা! >

সকাল হতেই খুলে দেওয়া হয় পরীক্ষার হল, শিক্ষকরা এলেও ছাত্ররা আসতে পারেননি। কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা করোনা আক্রান্ত তাঁদের প্রশাসনিক ভাবে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু তারপরেও ছাত্রদের উপস্থিতি না পেয়েই অবশেষে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল করতৃপক্ষ।

পড়ুয়াদের তরফে জানানো হয়েছে আপত্তি। বিপুল সংখ্যক ছাত্ররা করোনা আক্রান্ত, তাঁদের দাবি ছিল নয়তো পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক নয়তো অনলাইনে নেওয়া হোক। আপাতত পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে কবে হতে পারে পরীক্ষা।

calcutta medical college COVID-19
Advertisment