এবছরের মত প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের হার প্রায় ৯০%। ভোট আবহেই রেজাল্ট ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার।
মাধ্যমিক তো বটেই, উচ্চ মাধ্যমিকেও নরেন্দ্রপুর থেকে একাধিক ছাত্র পেলেন মেরিট লিস্টে স্থান। বরাবরের মতো তারা ট্র্যাডিশন বজায় রাখলেন। এবার মাধ্যমিকেও অনেকগুলি র্যাঙ্ক পায় এই বিদ্যালয়। উচ্চমাধ্যমিকে ছয়জন পড়ুয়া জায়গা করে নিয়েছেন মেরিট লিস্টে।
দ্বিতীয় সৌম্যদিপ সাহা। প্রাপ্ত নম্বর, ৪৯৫। পরবর্তীতে স্ট্যাটটিস্টিয়ান হতে চায় সে। ষষ্ঠ হয়েছেন নিলয় চট্টোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছে দুই পড়ুয়া। ৪৮৮ পেয়ে এই স্থানে অদ্বিতীয় বন্দোপাধ্যায় এবং অর্ক সাহা। দশম স্থানে রয়েছেন আরও দুই। ৪৮৭ পেয়ে সোহম মুখোপাধ্যায় এবং শুভজিৎ ঘোষ জায়গা করে নিয়েছেন মেরিট লিস্টে।
মাধ্যমিকে নজরকাড়া সাফল্যের পর, এবার উচ্চ মাধ্যমিকেও কামাল করল নরেন্দ্রপুর। দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ জানান, স্কুলে মোবাইল ব্যবহার প্রায় নিষিদ্ধ। মোবাইল থেকে দূরে থেকেই তাঁর এই সাফল্য। এছাড়া, ডেক্সটপ ব্যবহারের অনুমতি ছিল সেখানে। মহারাজদের এবং শিক্ষকদের সঙ্গদ তো বটেই, তাছাড়া নিজদের সেলফ স্টাডিও আজকের এই সাফল্যের কারণ।