Advertisment

NEET Student: কোটায় গিয়ে দিনে-রাতে পড়াশোনা! হঠাৎই বাবার ফোনে মেসেজ ছেলের! কী লিখল জানেন?

NEET aspirant missing from kota: তিন বছর ধরে ওই ছাত্র কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন। NEET পরীক্ষা দেওয়ার একদিন পরে, তিনি তাঁর বাবার ফোনে একটি টেক্সট বার্তা পাঠিয়েছিলেন। যা ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা পরিবারে। পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NEET aspirant goes missing from Kota

Kota: কোটা রেলওয়ে স্টেশন।

NEET aspirant missing from kota: NEET পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে রাজস্থানের কোটায় (Kota) একটি কোচিং ইন্সটিটিউটে পড়াশোনা করতেন রাজেন্দ্র মীনা। রাজস্থানেরই গঙ্গাপুরের বাসিন্দা ওই যুবক। তবে এবার কোটা থেকেই দিন কয়েক আগে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। ফোন থেকে বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন রাজেন্দ্র। সেই মেসেজে তিনি লিখেছিলেন, আর লেখাপড়া তিনি করতে চান না। কাছে থাকা ৮ হাজার টাকা ও সঙ্গে থাকা ফোন বিক্রি করেই তার আপাতত চলে যাবে বলে উল্লেখ করেছেন ওই ছাত্র। পুলিশে মিসিং ডায়েরি করেছে পরিবার।

Advertisment

প্রতিভাবান ছাত্রের হঠাৎ এক সিদ্ধান্তে পরিবারে তোলপাড়। NEET পরীক্ষার্থী রাজেন্দ্র প্রসাদ মীনা (Rajendra Prasad Meena)। রাজস্থানের কোটায় পেয়িং গেস্ট হিসেবে থেকে পড়াশোনা করছিলেন তিনি। কোটায় থেকে মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে বাবার ফোনে একটি মেসেজ পাঠিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান ওই তরুণ। হতভম্ব হয়ে যান তাঁর বাবা-মা। পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছে।

বাবাকে পাঠানো ওই মেসেজে রাজেন্দ্র লিখেছেন, "আমার কাছে ৮ হাজার টাকা আছে। তাতে ৫ বছর চলে যাবে। মোবাইল ফোনটি বিক্রির পর সিমকার্ডটি ভেঙে ফেলে দেব। আমি আর পড়াশোনা করতে চাই না। আমি কোনও ভুল পদক্ষেপ করব না। আমি পাঁচ বছরের জন্য বাড়ি ছেড়ে যাচ্ছি।"

আরও পড়ুন- CBSE 10th Result 2024: বেস্ট অফ ফাইভে ৫০০-তে ৫০০! CBSE দশমে দেশের সেরা সোনারপুরের সব্যসাচী

রাজস্থান পুলিশের ডিএসপি যোগেন্দ্র শর্মা জানিয়েছেন, রাজস্থানের গঙ্গাপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ মীনা। গত তিন বছর ধরে তিনি কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন তিনি। ৬ মে NEET পরীক্ষা দেওয়ার একদিন পরে, মীনা তাঁর বাবা-মাকে একটি টেক্সট বার্তা পাঠিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি আর পড়াশোনা করতে চান না। পাঁচ বছরের জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও জানান তিনি।

Education rajasthan neet Missing Person
Advertisment