NEET 2019 New Dress Code Rules For Boys & Girls: দ্য ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) ২০১৯ এর পক্ষ থেকে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। ৫ মে ২০১৯ দুপুর ২টো থেকে ৫টা অবধি পরীক্ষা চলবে। যে সকল পরীক্ষার্থীরা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি কিংবা কোনও কারণে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন। অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড, সঙ্গে থাকবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য।
অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট আউট এবং নিজের একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রের জন্য।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
Download NEET UG 2019 Admit Card
দ্য ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) ২০১৯ পরীক্ষাটি পরিচালনা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের মোট ১৫৪টি শহরে এই পরীক্ষাটি হবে। এটি মাল্টিপল চয়েস কোয়েশ্চনের ভিত্তিতে হয় না।
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে ১৭০০টি শূন্যপদে মহিলা পুলিশ নিয়োগ
এবছর এনটিএ পরীক্ষার্থীদের জন্য 'নির্দিষ্ট পোশাক' পরিধানের বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়মমতো প্রত্যেক পরীক্ষার্থীকে নির্দিষ্ট পোশাক, জুতো, পরিধান এবং অন্যান্য সামগ্রী বহনের নির্দেশ পালন করতে হবে। কোনও রকম নিয়মের ব্যতিক্রম হলে, বা কেউ অসদুপায় অবলম্বন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে।
কী ধরনের পোশাক পরতে হবে?
পরীক্ষার্থীদের হাল্কা পোশাক পরতে হবে, ফুলহাতা জামা পরা যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।
বন্ধ জুতো বা 'ক্লোজড শু' পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে অল্প হিল দেওয়া চটি পরে আসা যাবে।
NEET 2019 dress code for male candidates
ছেলেদের ক্ষেত্রে পকেট, বড় বোতাম, চেন কিংবা বিশাল কারুকাজ করা শার্ট পরে আসা যাবে না, বদলে সাধারণ শার্ট/ টি-শার্ট পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রেও ফুলহাতা পোশাক পরার উপর থাকছে নিষেধাজ্ঞা।
যেহেতু কুর্তা-পাজামা এড়াতে বলা হয়েছে, সেক্ষেত্রে ট্রাউজার্স পরে আসার ক্ষেত্রে নিয়মের শিথীলতা রয়েছে।
NEET 2019 dress code for female candidates
মেয়েদের ক্ষেত্রে হাফ হাতা জামা পরে আসতে হবে। কারুকাজ করা পোশাক এড়িয়ে চলতে হবে।
এনটিএর তরফ থেকে ছাত্রীদের সালোয়ার এবং ট্রাউজার্স পরার প্রস্তাব দেওয়া হয়েছে।
জুতো পরার ক্ষেত্রেও রয়েছে নির্দেশ।
কোনও রকম গয়না পরে আসা যাবে না।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in