ইতিমধ্যেই NEET MDS ২০১৯-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। এমডিএস-এর জন্য ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত করে NEET MDS। এটি একটি সিঙ্গল উইন্ডো প্রবেশিকা পরীক্ষা। রাজ্যস্তরে সংগঠিত হবে পরীক্ষা। আজ অর্থাৎ ১৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৬ নভেম্বর রাত ১১.৫৫-র পর আর কোনও আবেদন জমা নেওয়া হবে না। পরীক্ষা হবে চলতি বছর ১৪ ডিসেম্বরে।
NEET MDS ২০১৯-এর আবেদনের যোগ্যতা কী কী।
NEET MDS 2019, How to apply online for Exam
স্নাতকোত্তরে ডেন্টাল সার্জারি কোর্সে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত সংস্থা বা বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টাল সার্জারি ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। উল্লেখ্য সেই বিশ্ব বিদ্যালয়ের রাজ্য ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর অন্তত এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন আগ্রহী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র জমা দিতে পারেন। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE)-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.nbe.edu.in.
NEET MDS ২০১৯-এর ফী: জেনেরাল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফী ৩৭৫০টাকা, এসসি/এসটি/পি ডব্লু ডি (PH)-র প্রার্থীদের আবেদন ফী ২৭৫০ টাকা
দেখে নিন কীভাবে আবেদন পত্র জমা দেবেন:
ইউজার আইডি এবং পাশওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ করতে হবে।
ইউজার আইডি এবং পাশওয়ার্ড মেইল এবং এসএমএসে পাঠানো হবে।
ফটোগ্রাফ এবং সই যোগ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে।
অপশনে গিয়ে আপনার শহর বাছুন
আবেদন ফী জমা দিন
সমস্ত প্রক্রিয়া শেষ হলে আবেদন পত্রের একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন।