Advertisment

NEET-NET Row: প্রশ্নপত্র ফাঁসে অস্বস্তিতে সরকার, গাফিলতি খুঁজতে সাত সদস্যের বিশেষ প্যানেল গঠন

ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dharmendra Pradhan

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

NEET-NET Row: সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রক শনিবার ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি উচ্চ-স্তরের কমিটি গঠনের ঘোষণা করেছে, পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে কমিটি একগুচ্ছ পরামর্শ দেবে।

Advertisment

সাত সদস্যের কমিটি পরীক্ষার প্রক্রিয়া, ডেটা সিকিউরিটি প্রোটোকল এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো ও কার্যপ্রণালীতে সংস্কারের বিষয় খতিয়ে দেখবে এবং তাতে কী কী বদল আনা যায় সেই বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করবে।

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের ভাইস-চ্যান্সেলর প্রফেসর বিজে রাও এবং এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও রয়েছেন এই প্যানেলে রয়েছেন। কমিটি আগামী দুই মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণকের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার (২১ জুন) রাত থেকে কার্যকর হওয়া পরীক্ষায় দুর্নীতি রুখতে নয়া আইন কার্যকর করা হয়েছে। এই আইনে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

আরও পড়ুন : < Modi-Hasina Meeting: চিকিৎসা খাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা, ‘ভারত বিশ্বস্ত বন্ধু’, উল্লেখ হাসিনার >

এদিকে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ১৮ জুন অনুষ্ঠিত UGC-NET পরীক্ষার "সততার সঙ্গে আপস করার" জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

UGC NET বাতিল এবং NEET UG ২০২৪-এর কথিত পেপার ফাঁস নিয়ে সমালোচনার মুখে, শিক্ষা মন্ত্রক শনিবার ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ নিয়োগ করেছে যাতে পরীক্ষাগুলি স্বচ্ছ, সুষ্ঠু ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

NEET-UG Modi Government Education Minister
Advertisment