Advertisment

NEET PG, MDS পরীক্ষায় বসছেন আগামী বছর? জানুন বিস্তারিত

NEET PG 2019, MDS 2019: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রেন্স টেস্ট (NEET) পিজি এবং MDS পরীক্ষার তারিখ ঘোষণা করলেন কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

NEET PG 2019, MDS 2019: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রেন্স টেস্ট (NEET) পিজি এবং MDS পরীক্ষার তারিখ ঘোষণা করল কর্তৃপক্ষ। হয়েছে কর্তৃপক্ষের তরফে। দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আজই। MDS পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর, ২০১৮ এবং পিজি ২০১৯ পরীক্ষা হবে ২০১৯-এর ৬ জানুয়ারী।Foreign Medical Graduate Examination FMGE 2019 পরীক্ষা হবে পাশাপাশি DNB পোস্ট ডিপ্লোমা CET (DNB-PDCET) ২০১৯ পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।

Advertisment

আরও পড়ুন: কনভোকেশনের আগের দিনে তালা ঝুলছে প্রেসিডেন্সির গেটে

NEET PG/ MDS examination:

(NEET-PG) 2019 : ২০১৯, ৬ জানুয়ারী ।

DNB পোস্ট ডিপ্লোমা CET (DNB-PDCET): ১৪ ডিসেম্বর, ২০১৮।

NEET UG 2019

NEET UG 2019 পরীক্ষা শুরু হবে ৫ মে থেকে

রেজিস্ট্রেশন শুরু হবে ১ নভেম্বরের থেকে। পরীক্ষা ২০১৯-এর ৫ মে পর্যন্ত। প্রসঙ্গত, চলতি বছরের নতুন নিয়ম অনুযায়ী বছরে দু-বার হবে জয়েন্টে এন্ট্রেন্স (JEE) পরীক্ষা।

NEET 2019: পরীক্ষা শুরু ৫ মে, পরীক্ষা অনলাইন রেজিস্ট্রেশন আগামী ১ নভেম্বর থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাইনলোড করা যাবে ২০১৯-এর ১৫ এপ্রিল থেকে

পরীক্ষার তারিখ ৫ মে, ২০১৯-এর ৫ জুন প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল।

NEET UG 2019: সিলেবাস

তিন ঘণ্টার পরীক্ষার সিলেবাসে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি। পরীক্ষায় ১৮০ নম্বরের প্রশ্নপত্রে ৯০ নম্বর থাকবে বায়োলজি, ৪৫ ফিজিক্স এবং ৪৫ নম্বর কেমিষ্ট্রি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের পাঠ্যবই থেকে প্রশ্ন আসবে। প্রতিটি সঠিক উত্তরে ৪ নম্বরের পাশাপাশি নেগেটিভ মার্কিং-ও থাকবে। ছেড়ে দেওয়া উত্তরে জন্য আলাদা করে কোনও নম্বর কাটা যাবে না। ফলাফল সহ অন্যান্য বিস্তারিত জানুন, natboard.edu.in ওয়েবসাইটে।

Education
Advertisment