New Update
NEET UG 2024 row: পরীক্ষায় অনিয়মের তদন্তে সিবিআই, NEET UG নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের
CBI-NEET UG examination: শিক্ষা মন্ত্রক শনিবার রাতে NEET (UG) পরীক্ষা ২০২৪-এ অনিয়মের বিষয়টি CBI-কে "বিস্তৃত তদন্তের" জন্য হস্তান্তর করেছে। একটি বিবৃতিতে, মন্ত্রক বলেছে "পরীক্ষা প্রক্রিয়া পরিচালনার স্বচ্ছতার জন্য, শিক্ষা মন্ত্রক, পর্যালোচনার পরে বিষয়টিকে ব্যাপক তদন্তের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে।"
Advertisment