Advertisment

NEET UG 2022 : পরীক্ষা পদ্ধতি থেকে আবেদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায় জেনে নিন

জেনে নিন বিশদে, কোথায় কীভাবে আবেদন করবেন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

এবছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স ( NEET ) টেস্টের পরীক্ষা হতে চলেছে মে মাসের প্রথম সপ্তাহে। NTA এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে সবকিছুই বিস্তারিত ভাবে জানানো হবে। দুই ভাগে আবেদন পত্র জমা করা যাবে। Ntaneet.nic.in এই ওয়েবসাইটে সবকিছুই দেওয়া থাকবে। 

Advertisment

কারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে? 

দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবে। বয়স হতে হবে ১৭ এবং তার পরবর্তী। ভারতীয় নাগরিক, NRI, OCI এবং বিদেশি নাগরিকরা আবেদন করার সুযোগ পাবে। 

কীভাবে আবেদন করতে পারবে?

  • অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে প্রথমেই রেজিস্টার করতে হবে। ঠিক তার পরে লগিন আইডির মাধ্যমে প্রবেশ করতে হবে। 
  • ১২ টি বিভাগের আবেদন পত্র স্ক্রিনে আসবে। 
  • সবরকম তথ্য নির্ভুল ভাবে সেখানে দিতে হবে। 
  • স্ক্যান করা ছবি আপলোড করতে হবে।
  • টাকা জমা দিয়ে দিন এরপরে। 
  • কনফার্ম করা পেজটিকে ডাউনলোড করুন, এবং প্রিন্ট করিয়ে নিন। 

 ( বি: উ: - মনে রাখবেন সব তথ্য যেন সঠিক হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে হয়। এবং যেই ছবিটি যে মাপে আপলোড করতে হবে সেই মাত্রা বুঝেই কেটে নিন, বেশি হলেই মুশকিল ) 

ডকুমেন্ট কী কী লাগবে? 

স্ক্যান ফটোগ্রাফ : পাসপোর্ট কিংবা পোস্টকার্ড সাইজ : পাসপোর্ট সাইজ হলে ( 10 kb - 200 kb ), পোস্টকার্ড সাইজ হলে ( 50 kb - 300 kb )। Jpg ফাইলেই দুটো আপলোড করতে হবে। 

যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ; 

  • সম্পূর্ণ ফটোতে ব্যকগ্রাউন্ড থাকবে সাদা। 
  • ৮০% থাকবে আপনার মুখের ছবি 
  • কান যেন অবশ্যই প্রদর্শিত হয়। 

স্ক্যান সই  ( Scan signature ) : নীল কিংবা কালো বল পেন দিয়ে করতে হবে। সাদা কাগজের ওপর বাধ্যতামূলক। ৪ কিলোবাইট থেকে ৩০ কিলোবাইট পর্যন্ত এর সাইজ। 

বাম হাতের বুড়ো আঙুলের ছাপ ( Left Hand thumb scan ): কালিতে বুড়ো আঙুল চুবিয়ে সাদা কাগজের ওপর সেটির একটি ছাপ দিন। স্ক্যান করে আপলোড করতে হবে। সাইজ ১০০ কেবি থেকে ৪০০ কেবি। 

এগুলি ছাড়াও দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, এগুলিও লাগবে। সেগুলিকে স্ক্যান করে বসাতে হবে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

examination NEET-UG
Advertisment