স্কুলে মিড ডে মিল এর সঙ্গে জলখাবারের সুপারিশ করা হয়েছে নতুন শিক্ষানীতিতে। গত সপ্তাহের গোড়ার দিকে কেন্দ্র অনুমোদিত শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে পুষ্টিকর প্রাতঃরাশের ব্যবস্থা রাখা অধ্যায়নের জন্য ফলপ্রসূ হতে পারে। তাই মধ্যাহ্নভোজনের পাশাপাশি প্রাতঃরাশের প্রকল্প অন্তর্ভূক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
শিশুদের শরীরে অপুষ্টি এবং তারা অসুস্থ হয়ে পড়লে তা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনুকূল হবে না। তাই প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী,পরামর্শদাতা এবং স্কুলের সঙ্গে আলোচনা করে পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের (মানসিক স্বাস্থ্য সহ) কথা ভেবে এই প্রস্তাবের কথা তুলে ধরা হয়েছে।
সুপারিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, গবেষণায় দেখা গিয়েছে, পুষ্টিকর প্রাতঃরাশের পর অধ্যায়নের ক্ষেত্রে বিশেষ ফলদায়ক হতে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যাহ্নভোজন ছাড়াও ভালো প্রাতঃরাশের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য লাভজনক। গরম খাবার দেওয়া সম্ভব না হলে সে ক্ষেত্রে সাধারণ পুষ্টিকর খাবার যেমন বাদাম জানাবো এবং ঋতুর ফল দেওয়া যেতে পারে স্কুল পড়ুয়াদের।
নীতিমালায় বলা হয়েছে, "সমস্ত স্কুলশিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য তদারকির বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য ফুলকে বিশেষ দায়ভার দেওয়া হবে"।
Read the full story in English