Advertisment

হবু চিকিৎসকদের নিতে হবে মহর্ষি চরক শপথ, লাইসেন্সের খাতিরে থাকবে NExT পরীক্ষা

চিকিৎসা বিদ্যার কোর্সেও কিছু পরিবর্তন করা হয়েছে, যোগা সম্পর্কেও ধারণা রাখতে হবে তাদের

author-image
IE Bangla Web Desk
New Update
medical students mbbs course

কতদিন বাড়ানো হল ভর্তির তারিখ?

মানুষের সেবা করার, তাদের সুস্থ করে তোলার, এবং চিকিৎসা শাস্ত্রে নিজেদের উন্নীত করার আগে পুরনো রীতি অনুযায়ী হিপোক্রেট শপথ নেওয়া বাধ্যতামূলক। গ্রীক ফিজিশিয়ান হিপোক্রেটের চিকিৎসাশাস্ত্র এবং নীতিকে অনুসরণ করেই চিকিৎসা-বিজ্ঞানের দীক্ষা নেওয়া হয়। নতুন যারা এবছর এমবিবিএস পড়াশোনা শুরু করেছেন তাদের ক্ষেত্রে রয়েছে পরিবর্তন, এবছর থেকে মহর্ষি চরক শপথ নেওয়াই বাধ্যতামূলক।

Advertisment

ন্যাশনাল মেডিকেল কমিশন এবং মেডিক্যাল শিক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা শাস্ত্রে এই পরিবর্তনকে নির্দেশ করা হয়েছে। অফিসিয়াল নির্দেশে জানানো হয়েছে, একজন প্রার্থী যখন চিকিৎসা শিক্ষায় নিযুক্ত হবে তখন পরিবর্তিত মহর্ষি চরক শপথ তাকে নিতে হবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার বলেছেন, হিপোক্রেটিক শপথের প্রতিস্থাপন হিসেবে মহর্ষি চরক শপথ নির্দেশিত নয়।

বেশ কিছু পরিবর্তন এসেছে এই ক্ষেত্রে। সংশোধিত নির্দেশিকা অনুসারে, ১০ দিন যোগ সংক্রান্ত প্রশিক্ষন দেওয়া হবে। যোগা মডিউল সমস্ত কলেজেই ব্যবস্থা করতে হবে, তবে কলেজ কর্তৃপক্ষের নির্দিষ্ট কিছু নিয়ম তার মধ্যে থাকবে। এছাড়াও প্রথম বছর থেকেই, কমিনিউটি হেলথ ট্রেনিং, ফিল্ড ভিজিট এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্ভুক্ত নয় এমন গ্রামে নিজেদের তদারকি এবং শিক্ষার প্রয়োগ অনুযায়ী কাজ হবে। বিশেষ করে বলা হয়েছে, গ্রামের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হন। তাদের কাছে এটি উদ্বেগের বিষয়, তাই তাদের চিকিৎসায় নতুন পথ অবলম্বন করতে হবে।

আরও পড়ুন < ইউক্রেনে হামলা থেকে শিক্ষা, পড়ুয়াদের স্বার্থে সব দেশকেই এই নীতি নেওয়ার পরামর্শ UNESCO-র >

পাঠ্যক্রমে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। তৃতীয় বর্ষ থেকে কমিউনিটি মেডিসিন পড়ানো হয়। এবার দ্বিতীয় বর্ষের ফরেনসিক মেডিসিন এবং টেকনোলজি কোর্স তৃতীয় বছর থেকে পড়ানো হবে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসসিয়েশনের সভাপতি চিকিৎসক রোহান কৃষ্ণান বলছেন, এই সময় ভাইরাস এবং মহামারীর প্রভাবকে মাথায় রেখেই ভাইরলজি এবং মাইক্রোবায়োলজি জাতীয় বিষয়ে জোর দেওয়া উচিত ছিল, যেটি সম্ভব হয় নি।

এছাড়াও জানানো হয়েছে, পরবর্তী বছর থেকে ছাত্রছাত্রীদের ন্যাশনাল এক্সিট টেস্ট ( NExT) পরীক্ষা দিতে হবে। এটি চিকিৎসা বিদ্যার লাইসেন্স এবং এমবিবিএস ফাইনাল পরীক্ষার এক ভিত্তি হিসেবে কাজ করবে। এনএমসি এর এক সদস্য জানিয়েছেন, ২০২৪ সালে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

medical science MBBS student
Advertisment