/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/jee-759.jpg)
প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
জয়েন্ট এন্ট্রান্সের মেইনস পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যদিও এই ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। যদিও বি.টেক এবং বি.ই প্রার্থীদের কথা মাথায় রেখেই নির্ধারিত দিনের আগেই ফল প্রকাশ করা হল।
যে সকল প্রার্থীরা এই পরীক্ষাটি দিয়েছিলেন তাঁরা জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল সাইট- jeemain.nta.nic.in এ গিয়ে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন। মোট ৯,২১,২৬১ জন পরীক্ষা দিয়েছিলেন। দেশে মোট ৫৭০টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিল।
কীভাবে দেখবেন রেজাল্ট?
* প্রথমে জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এ যান
* সেখানে গিয়ে ‘download result link’-এ ক্লিক করুন
* নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিন
* স্ক্রিনে রেজাল্টটি দেখা যাবে
* সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
তবে জেইই মেনস পরীক্ষার পেপার ২ এবং পেপার ৩ ফলাফল প্রকাশ করা হতে পারে জানুয়ারির ৩১ তারিখ। পরবর্তী অনলাইন পরীক্ষাটি হবে ৭ ফেব্রুয়ারি, ২০২০।
Read the story in English