Advertisment

ভারতের সেরা দশে যাদবপুর-কলকাতা, দেখুন বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ তালিকা

প্রতিষ্ঠানগুলি টাইমস হাইয়ার এডুকেশন এবং কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) উভয় র‌্যাঙ্কিংয়ে জায়গা করতে পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

NIRF Ranking 2020:  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)। বৃহস্পতিবার ঘোষণা করা হয় ন্যাশেনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২০। গত বছরও এনআইআরএফ এর মূল্যায়নে আইআইএসসি বেঙ্গালুরু প্রথম শিরোপা জিতেছিল। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিশ্ববিদ্যালয় এবং ভারত জুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং কাঠামোর আওতায় রেখেছে শিক্ষাদান, পড়ুয়াদের ফলাফল ও সম্পদ, গবেষণা ও পেশাদার অনুশীলন, স্নাতক শ্রেণির ফলাফলের সহ বিভিন্ন পরিসরে মূল্যায়ন। পর্যবেক্ষনের ভিত্তিতে  র‌্যাঙ্কিংয়ের তালিকা তৈরি করা হয়েছে। এই বছর, ডেন্টাল ইনস্টিটিউটগুলির জন্য একটি পৃথক র‌্যাঙ্কিংয়ের তালিকা রয়েছে।

Advertisment

NIRF ranking 2020: Top 25 universities

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বার্ষিক র‌্যাঙ্কিংয়ে আইআইটি, আইআইএসসিকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে রেখেছে এবং এদিন লাইভে এই প্রতিষ্ঠানগুলিকে ‘স্টাডি ইন ইন্ডিয়ার’কেন্দ্র হিসাবে প্রচার করেছে মন্ত্রক। তবে চলতি বছরে প্রতিষ্ঠানগুলি টাইমস হাইয়ার এডুকেশন এবং কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) উভয় র‌্যাঙ্কিংয়ে জায়গা করতে পারেনি।

২০২০ এর শীর্ষস্থানীয় ২০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা -

১) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু (IISC)

২)  জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়  (JNU)

৩) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)

৪) অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম

৫) যাদবপুর বিশ্ববিদ্যালয়

৬) হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

৭) কলকাতা বিশ্ববিদ্যালয়

৮) মনিপাল উচ্চশিক্ষা একাডেমি

৯) সাবিত্রিবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়

১০) জামিয়া মিলিয়া ইসলামিয়া

১১) দিল্লি বিশ্ববিদ্যালয়

১২) আন্না বিশ্ববিদ্যালয়

১৩) ভারতীয়ার বিশ্ববিদ্যালয়

১৪) হোমি ভাভা জাতীয় ইনস্টিটিউট

১৫) বিড়লা প্রযুক্তি ও বিজ্ঞান ইনস্টিটিউট

১৬) ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি

১৭) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

১৮) ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি

১৯) অন্ধ্র বিশ্ববিদ্যালয়

Read the full story in English

Advertisment