Advertisment

দেশের সেরার সেরা তালিকায় আইআইটি খড়গপুর, প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়

সেরার সেরা দশে আর রইল কারা?

author-image
IE Bangla Web Desk
New Update
NIRF, NIRF Ranking 2023, NIRF Overall Ranking 2023, National Institute Ranking Framework, NIRF Overall Ranking List 2023, What is NIRF Ranking, Top Colleges in India, top university in India, NIRF Ranking 2023 Engineering university, nirfindia.org, IIT-KGP, Calcutta University, CU, CU ranking list, JU

NIRF- র‍্যাঙ্কে এগিয়ে কারা?

প্রকাশিত NIRF এর প্রথম দশের তালিকা। সাফল্য পশ্চিমবাংলার। এগিয়ে রইলেন কারা? শিক্ষার এই নির্দিষ্ট খাতে থাকতে পারল না কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisment

NIRF- র‍্যাঙ্কিং এর একদম প্রথমে রয়েছে IIT মাদ্রাজ। তালিকায় নেই যাদবপুর অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়। বরং নিজেদের স্থান ধরে রেখেছে IIT- খড়গপুর। সপ্তম স্থানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে এই তালিকায়।

publive-image

নির্দিষ্ট এই পদ্ধতিতে এই কাজ চলছে। রাধাকৃষ্ণান কমিটি গঠন করা হয়েছে। যারা নির্দিষ্ট তথ্য এবং সমস্ত সঘিক্ষা প্রতিষ্ঠানের ডেটা অনুজায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NBA - সুত্রে খবর চারটি বিভাগ নিয়ে NIRF শুরু করা হয়। উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করা। 8ম সংস্করণের সঙ্গে এখন ৮টি বিষয়-নির্দিষ্ট র‌্যাঙ্কিং সহ ১২টি বিভাগ রয়েছে।

কলকাতা কিংবা এই রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি এবার খাতা খুলতে পারে নি। প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থা এবং পঠন-পাঠনের উপর।

Education
Advertisment