Advertisment

পাস করলেই ভর্তি হওয়া যাবে এনআইটিতে, দেখা হবে না দ্বাদশ শ্রেণির নম্বর

দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভর্তি

আইআইটির পর দ্বাদশ শ্রেণির নম্বর না  দেখার সিদ্ধান্ত নিল এনআইটি। কোভিড-১৯ পরিস্থিতিতে এনআইটির ভর্তির নিয়ম শিথিল করা হল। করোনা- লকডাউনের কারণে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) ভর্তির নিয়ম বদল করা হয়েছে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফল এনআইটিতে ভর্তির ক্ষেত্রে এবছর বাঁধা হয়ে দাঁড়াবে না। অর্থাত্্ দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখা হবে না।

Advertisment

অন্যদিকে আইআইটি জানিয়েছে,বোর্ড পরীক্ষায় বহু বিষয় বাতিল হয়ে যাওয়ার কারণে গড়ে নম্বর দেওয়া হয়েছে। তাই সেই নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়মে বদল এনেছে তারা। প্রসঙ্গত, আইআইটিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাস করার পর দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়।

শুধু জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষায় পাস করলেই ভর্তি হওয়া যাবে। তবে এ নিয়ম শুধু এবছরের জন্য প্রযোজ্য। বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরের প্রয়োজনীয়তা নেই।

Advertisment