ঐতিহাসিক। ইসলামিক স্টাডিজ নিয়ে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্টে প্রথম স্থান দখল করলেন এক হিন্দু৷ রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ২১ বছরের শুভম যাদব এই কৃতিত্ব অর্জন করেছেন৷ অমুসলিম ও কাশ্মীরের বাইরের কোনও ছাত্র হিসেবে প্রথম বার এই কৃতিত্ব অর্জন করেছেন শুভম৷
কেন হঠাৎ ইসলাম নিয়ে পড়ার ইচ্ছা? দিল্লি বিশ্ববিদ্যালয়ের দর্শনের কৃতী শুভম যাদবের কথায়, 'এই ধর্মটিকেই সবথেকে বেশি ভুল বোঝে মানুষ৷ ইসলাম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে৷ আমার মনে হয়, বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন৷ আর তা থেকেই এই বিষয়ের উপরে স্নাকোত্তর করার কথা আমার মাথায় আসে৷ ব্যক্তিগত ভাবে বলতে পারি, ধর্মীয় মেরুকরণের এই পরিবেশে আমি দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চাই৷'
ভবিষ্যতে আমলা হিসেবে দেশসেবা করতে চান শুভম৷ ইসলাম নিয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষাতেও তাঁর সুবিধে হবে বলে মনে করেন শুভম যাদব৷ কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়েছিল গত ২০ সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ হয় ২৯ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদি সংবাদমাধ্যমে বলেন, 'এর আগে আমরা বহু অমুসলিম ইসলামি স্কলার পেয়েছি। কিন্তু এই প্রথম কোনও অমুসলিম ছাত্র প্রবেশিকা পরীক্ষায় শীর্য স্থান অধিকার করল।'
শুভমের বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ৷ শুভম জানিয়েছেন, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে তাঁর বাবাও তাঁকে উৎসাহ দিয়েছেন৷ তবে প্রায় ২ বছর পড়াশোনার জন্য কাশ্মীরে গিয়ে থাকতে হবে ভেবে কিছুটা উদ্বিগ্ন শুভমের বাবা-মা৷ দেশের মধ্যে যে ১৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, তার অধীনে থাকা কাশ্মীরের কলেজগুলিতেই ইসলামিক স্টাডিজ পড়ানো হয়৷
২০১৭ সালে পেহলু খান নামে এক গবাদি পশুর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয় রাজস্থানের আলওয়ারে৷ সেই আলওয়ারের ছাত্র শুভম সাম্প্রদায়ির সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ইসলামকে জানতে চায়৷
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন