জেনে নিন NEET পরীক্ষায় বসতে কী যোগ্যতা থাকা দরকার

মুক্ত বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষায় বসতে পারবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

মুক্ত বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষায় বসতে পারবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

NTA NEET 2019: ন্যাশনাল এলিজিবিটি কাম এনট্রেন্স টেস্ট (NEET) অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট মেডিক্যাল কোর্সের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিয়ে ১ নভেম্বর থেকেই। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত MBBS/BDS কোর্সে ভর্তির জন্য NEET পরীক্ষায় বসতে হয়।

Advertisment

২০১৬ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে NEET পরীক্ষা। পাশাপাশি দেখা যায়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। অন্যদিকে, ২০১৭-তে CBSEও বয়সীমা-সহ কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে আসে। এরপর বিভিন্ন আলাদতে একাধিক আবেদন জমা পড়ার পর, বোর্ড তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। উল্লেখ্য, এই বছরের পরীক্ষায় কোনও পরিবর্তন লাগু হয়নি।

আরও পড়ুন: UPSC CDS (I) 2019: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ আপনার জন্য

Advertisment

১. বয়সসীমা: সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। গত বছর সরকারের নির্দেশ অনুযায়ী বয়সের সর্বোচ্চসীমা নিয়ে বিরোধিতা করে পরীক্ষায় বসতে আগ্রহীরা। একাধিক আবেদনও জমা পড়ে আদালতে। শেষে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ২৫ বছরের বেশি বয়সের প্রার্থীরাও পরীক্ষায় বসতে পারবেন।

২. Attempt: একজন প্রার্থী মোট তিনবার পরীক্ষায় বসতে পারবে।

NEET ২০১৯: শিক্ষাগত যোগ্যতা

৩. মুক্ত বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষায় বসতে পারবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। বিষয়টি ইতোমধ্যেই দিল্লি হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, লখনৌ বেঞ্চ এবং মধ্য প্রদেশ হাইকোর্টে পৌঁছেছে।

আরও পড়ুন: রোগীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ মেডিক্যালের পড়ুয়াদের

৪. এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। বিষয়ের মধ্যে ফিজিক্স, কেমিষ্ট্রি, বায়োলজি/বায়ো টেকনোলজি (এই সমস্ত বিষয়ে প্র্যাক্টিকাল পরীক্ষাও দিয়ে থাকতে হবে), অঙ্ক, ইংরাজি বা অন্য কোনও ইলেকটিভ বিষয় থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পরীক্ষার্থীকে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই পরীক্ক্ষা দিতে পারবে।
অথবা

৫. পিসিবি/বায়োটেকনোলজি নিয়ে তিন বছরের ডিগ্রী কোর্সের প্রথম বর্ষ পাশ করেছে যে পড়ুয়ারা, তারাও পরীক্ষার জন্য যোগ্য।

অথবা

৬) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিসিবি (বোটানি, জুলজি)/বায়ো-টেকনোলজি-এর মধ্যে অন্তত দুটি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে। এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি নিয়ে দ্বাদশ মানের পরীক্ষায়তেও উত্তীর্ণ হওয়া বাধ্যতামুলক।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Education