প্রত্যেক বছরই পরীক্ষার চাপ সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘গত বছরের তুলনায় অন্তত ১৫ লক্ষ বেশি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে সামিল হওয়ার আগ্রহ দেখিয়েছে’। শুক্রবার সকাল ১১ টায় দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়জিত ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিরোধী দলের সমালোচনার মুখোমুখি হওয়ার বিষয়ে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি একটি মজার জবাব দিয়েছেন।
'পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে এক পড়ুয়ার ছোঁড়া প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সমালোচনা গণতন্ত্রে শুদ্ধির মতো"। তিনি বলেন "প্রশ্নটি সিলেবাসের বাইরে। আমার দৃঢ় বিশ্বাস যে সমালোচনা একটি সমৃদ্ধ গণতন্ত্রের জন্য একটি শুদ্ধি যজ্ঞ,"অনুষ্ঠানে তিনি পিতা-মাতাদের শুধুমাত্র ভাল নম্বর পাওয়ার জন্য বাচ্চাদের উপর অযাচিত চাপ না দেওয়ার কথাও বলেন।
তিনি বলেন, "অভিভাবকদের উচিত তাদের সন্তানদের গঠনমূলক সমালোচনায় অংশ নিতে উৎসাহী করা”। তিনি শিক্ষার্থীদের চাপ এড়িয়ে লক্ষ্যে মনোনিবেশ করতে বলেন। তিনি বলেন, "পরিবারের কাছ থেকে প্রত্যাশা থাকা স্বাভাবিক, কিন্তু পরিবার যদি সামাজিক মর্যাদার দিকে তাকিয়ে সন্তানের ওপর চাপ দেয়, তাহলে তা স্বাস্থ্যকর নয়। চাপ এড়িয়ে মনোযোগী থাকুন," । মোদী এদিন পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন "চিন্তা –ভাবনা করে কাজ করুন খুঁটিয়ে বিশ্লেষণ করুন, তারপরে আপনি যা চান তা অর্জনের জন্য আপনার সেরাটি দিন,"
এক সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণের জন্য এই বছর ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া তাদের নাম নথিভুক্ত করেছে। ১৬ লক্ষেরও বেশি শিক্ষার্থী রাজ্য বোর্ডের। পিপিসি ২০২২-এর থেকে সংখ্যাটা দ্বিগুণের বেশি। ১৫৫টি দেশ থেকে নাম নথিভুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, পরীক্ষা পে চর্চা, গত কয়েক বছরে একটি গণ-আন্দোলনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ যেভাবে বেড়েছে, সেটাই প্রমাণ করেছে অনুষ্ঠানে সাফল্য। জনপ্রিয় উদ্যোগটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, তাদের মানসিক চাপ মোকাবিলা করতে পড়ুয়াদের সাহায্য করেছে। প্রায় ২,৪০০ শিক্ষার্থী তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা অনুষ্ঠানে সামিল হবেন। একই সময়ে, কোটি কোটি শিক্ষার্থী তাদের নিজ নিজ স্কুল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখবে।”
প্রতি বছর বোর্ড পরীক্ষার আগেই আয়োজিত হয় পরীক্ষা পে চর্চা । ২০১৮ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী দেশের শিশু, শিক্ষক এবং পিতামাতা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে মত বিনিময় করেন।