বদলে যাচ্ছে উচ্চ-মাধ্যমিকের সময়সূচি। শিক্ষামন্ত্রীর বিশেষ আর্জিতেই এই বদল হতে চলেছে। উচ্চ-মাধ্যমিকের ৩০ জুনের পরীক্ষা অন্য কোনও দিন নেওয়ার জন্য সংসদকে আবেদন করেছেন মন্ত্রী।
কেন শিক্ষামন্ত্রী তরফে দিন বদলের আবেদন?
দু-দিন আগেই আগামী বছরের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছিল সংসদ। পূর্ নির্ধারিত সূচি অনুসারে ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। অর্থাৎ ৩০ জুন পরীক্ষা রয়েছে। শিক্ষামন্ত্রীর শনিবার জানান, দেশ জুড়ে ওই দিন হুল দিবস পালিত হয়। উৎবের দিনে পরীক্ষাগ্রহণের পক্ষপাতী নয় রাজ্য সরকার। তাই ৩০ জনের বদলে অন্য কোনও দিন পরীক্ষার আয়োজনের আর্জি জানানো হয়েছে সংসদের কাছে।
এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'যে পরীক্ষার রুটিন প্রকাশ পেয়েছে, সেখানে ৩০ জুন পরীক্ষা রয়েছে। কিন্তু ওই দিন হুল দিবস। তাই ওই দিন পরিবর্তন করতে বলেছি।'
সংসদ গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সূচি প্রকাশিত করেছিল সেই অনুসারে সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। শিক্ষামন্ত্রীর অনুরোধের পর ওই পরীক্ষাগুলো অন্য দিন হবে। কয়েকদিনের মধ্যেই পরবর্তী দিন জানানো হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন