Advertisment

মিলল নবান্নের অনুমোদন, ফের চালু হতে চলেছে পাশ-ফেল

ডিসেম্বর মাসের পরীক্ষার ফলাফল থেকেই স্কুলে পাশ-ফেল শুরু করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশ-ফেলের অনুমোদন দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে একপ্রকার শিলমোহর দিল মমতা সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের স্কুলগুলিতে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের চালু হবে পাশ-ফেল। পাশ-ফেল প্রথা বাতিল হওয়ায় শিক্ষা ব্যবস্থারই পায়ে কুড়ুল মারা হয়েছিল বলে মনে করে এসেছেন শিক্ষাজগতের একাংশ। পাশ-ফেল প্রথা থাকা উচিত কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে সরকারি ও প্রশাসনের বিভিন্ন স্তরে। অবশেষে পাশ-ফেল নিয়ে মিলল নবান্নের অনুমোদন। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ফের চালু করা হবে পাশ-ফেল প্রথা।

Advertisment

ডিসেম্বর মাসের পরীক্ষার ফলাফল থেকেই স্কুলে পাশ-ফেল শুরু করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশ-ফেলের অনুমোদন দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে একপ্রকার শিলমোহর দিল মমতা সরকার। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, নবান্নে পাশ-ফেল চালু করার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবেরই অনুমোদন দিল নবান্ন। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালু হবে। অর্থাৎ ষষ্ঠ ও নবম শ্রেণিতে উঠতে গেলে বার্ষিক পরীক্ষায় পাশ করতে হবে। কালীপুজোর পরই এ বিষয়ে বিজ্ঞপ্তি পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনে সংশোধন আনে কেন্দ্রীয় সরকার, যার ফলে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা পুনরায় চালু করার নির্দেশ যায় বিভিন্ন বোর্ডের কাছে। এখন পর্যন্ত এই প্রথা ফের চালু করার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে গুজরাট, যেখানে এবছর প্রায় ৩০ শতাংশ পড়ুয়াকে ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ওঠার অনুমতি দেওয়া হয় নি।

Advertisment