বিজ্ঞান সবসময় বোঝার ওপর নির্ভর করে। অন্তত মুখস্থ করে বিজ্ঞান বোঝা সম্ভব নয়। এর জন্য লাগে বাহ্যিক জ্ঞান এবং অধ্যবসায়। বিশেষ করে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সবটাই অঙ্ক এবং বোঝার বিষয়। যারা পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাঁদের কিন্তু ভৌত বিজ্ঞানে নম্বর পাওয়া খুব আবশ্যিক। আর কীভাবে এক্ষেত্রে নম্বর পাওয়া খুবই সহজ, জানাচ্ছেন হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক পতীত পাবন ঘোষ।
ভৌতবিজ্ঞানে ভাল নম্বর মানেই পরবর্তীতে পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে পড়ার সুযোগ। এতে নম্বর পাওয়ার কৌশলগুলো আদৌ জানা আছে? কিভাবে পরীক্ষার খাতায় লিখলে নম্বর পাওয়া যায়, জেনে নিন বিস্তারিত।
প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে নাকি বরাবরের মত?
না, খুব একটা ঘুরিয়ে আসার তো কথা নয়। আর মাধ্যমিক স্তরে প্রশ্ন একেবারেই ঘুরিয়ে আসে না। হ্যাঁ, অনেকসময় ট্রিকি প্রশ্ন থাকে। সেক্ষেত্রে, একটু বোঝার বিষয় থাকে। কিন্তু আশা করছি, শেষ পাঁচ বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার ফলো করলে ওদের সুবিধা হবে।
পরীক্ষার জন্য কোন কোন বিষয়ে চোখ বোলালে ভাল?
- প্রথম, বিজ্ঞানের ক্ষেত্রে তো সেভাবে গতানুগতিক মুখস্থ করার কিছু নেই। সবটাই বোঝার। বেশ কিছু সহজ মেথড রয়েছে যেটা ফলো রাখলে খুব সহজেই পড়া মনে থাকে। যেমন, রাসায়নিক গণনার ক্ষেত্রে ছোট ছোট অঙ্ক থাকে, সেটার ক্যালকুলেশন অথবা বাষ্প ঘনত্ব, অক্সিজেনের আয়তন এগুলো একটু ছকে বেঁধে নেওয়া ভাল। সূত্র অবশ্যই মনে রাখতে হবে।
- দ্বিতীয়, পদার্থের যে ধর্মসমুহ রয়েছে সেটি অবশ্যই ভাল করে পড়া প্রয়োজন। সেখানে ধাতুবিদ্যা থেকে জৈব রসায়ন এদিকটা দেখলে ভাল হয়। খুব একটা বড় প্রশ্ন তো আসে না। তাই, ভাল করে পড়লেই হয়।
- তৃতীয়, ছোট প্রশ্ন। সমস্ত চ্যাপ্টার থেকেই ছোট প্রশ্ন আসবে। তাই, খুঁটিয়ে না পড়লে কিন্তু খুব মুশকিল। তাপ, আলো, এধরনের চ্যাপ্টারের ছোট অঙ্কগুলো একটু দেখে রাখা ভাল।
- চতুর্থ, আঁকা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আলো এবং ইলেকট্রন ডট থেকে আঁকা আসে, তাই সেটা দেখে রাখা দরকার। অঙ্ক অথবা সূত্র ভুলে গেলে চলবে না। সেগুলো লিখে লিখে অভ্যাস রাখা দরকার।
আরও পড়ুন < Madhyamik 2023: মুখস্থ নয়, ইতিহাসকে বুঝে নিলেই মাধ্যমিকে দারুণ ফল, উপায় জেনে নিন >
পরীক্ষার হলে কোন বিষয়ে নজর দেবে?
১. উত্তর খুব বেশি লম্বা লেখার প্রয়োজন নেই। যদি প্রয়োজন সাপেক্ষে ছোট করে এঁকে দেওয়া যায় তাহলে সেটা পরীক্ষার্থীর নম্বর পেতে সাহায্য করবে।
২. শর্ট প্রশ্নের উত্তর প্রথমে লিখলেই ভাল। এতে সহজে ছাঁকা নম্বর পাওয়া যায়। আর দাগ নম্বর ভুল করলে কিন্তু খুব বিপদ।
৩. ২ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীরা যেন বিকল্প প্রশ্নগুলো অবশ্যই নজরে রাখে। অর্থাৎ, কোনটির সঙ্গে কোনটি or রয়েছে, এটা যেন ভুল না হয়। অনেকেই এই ভুল করে থাকে।
৪. অঙ্কের যে পরিমাপ দেওয়া থাকবে সেটি দেখতে যেন ভুল না হয়। এতে সমীকরণ বদলে যাবে। একটু নজরে রাখলে ভাল।