Advertisment

Madhyamik-HS 2024: নকল রুখতে গণ্ডি ছোট হল পুলিশের, কী নির্দেশ মুখ্যসচিবের?

Madhyamik-HS Exam Police: চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর সময় ইতিমধ্যে বদল করা হয়েছে। উভয় ক্ষেত্রেই সব পরীক্ষা সকাল পৌনে দশটা থেকে শুরু হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
police can not check Madhyamik HS examinees bag and pockets order by chief secretary bengal , মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাগ পকেট তল্লাশি করতে পারবে না পুলিশ নির্দেশ মুখ্যসচিবের

কেন এমন সিদ্ধান্ত?

Madhyamik HS Exam 2024: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে পুলিশি তল্লাশির গণ্ডি ছোট করা হল। শনিবার শিক্ষা দফতর, পুলিশ, বিদ্যুৎ ও পরিবহণ দফতরের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। ওই বৈঠকেই তিনি সাফ জানিয়ে দেন, পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকলেও তাঁদের দিয়ে পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট ইত্যাদি তল্লাশি করা যাবে না।

Advertisment

ওইসব বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা সে ধরণের কিছু যাতে না ঘটে তা আটকানোর দায়িত্ব পুলিশের। কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট পুলিশ তল্লাশি করলে পরীক্ষার আগেই তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। তাই পুলিশকে দিয়ে তল্লাশি না করানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব গোপালিকা মনে করেন, পরীক্ষার্থীরা কেউ অপরাধী নয়, ফলে তাদের পুলিশকে দিয়ে তল্লাশির প্রয়োজন নেই। তবে, কেন্দ্রে প্রবেশের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে মোবাইল বা কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কিনি তা দেখতে হলে স্কুলের কোনও শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে তল্লাশি করানো যেতে পারে।

আরও পড়ুন- Madhyamik-HS Exam 2024: আর আগের সময়ে নয়, তাহলে এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু কখন?

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবারও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবক কিংবা অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। স্কুলের গেটের একশ মিটারের মধ্যে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্র, বিশেষত মূল ফটকে সিসিটিভি ক্যামেরা থাকবে। তা মনিটর করবেন কোনও পুলিশ কর্মী। এই কাজ সিভিক ভলান্টিয়ার করতে পারবেন না।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর সময় ইতিমধ্যে বদল করা হয়েছে। উভয় ক্ষেত্রেই সব পরীক্ষা সকাল পৌনে দশটা থেকে শুরু হবে।

kolkata news madhyamik exam police Mamata Government higher secondary examination
Advertisment