Advertisment

ফেসবুক পোস্টের জেরে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন অধ্যাপক, উঠল বরখাস্তের দাবি

কলেজের অধ্যক্ষ ভিপি হুগ্গি জানিয়েছেন, এখনো বরখাস্ত হন নি ওয়াথার, কিন্তু এই মর্মে নির্দেশ জারি করা হবে মঙ্গলবার, কলেজ খোলার পর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কর্ণাটকের বিজয়পুরা জেলায় বচন পিতামহ ডা: পিজি হালকাট্টি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এক প্রফেসর তাঁর ফেসবুক পোস্টের জেরে শনিবার হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বাধ্য হলেন কিছু বিজেপি এবং এবিভিপি কর্মীদের কাছে।

Advertisment

বলা হয়েছে, ওই পোস্টে তিনি নাকি দেশে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করার জন্য কেন্দ্রে বিজেপি সরকারের সমালোচনা করেন, এবং একই সঙ্গে পরিস্থিতির মোকাবিলায় তাঁর ভূমিকার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন।

বিজেপি এবং এবিভিপি কর্মীরা দাবি করেছেন, প্রফেসর সন্দীপ ওয়াথারকে বরখাস্ত করা হোক। ওয়াথারের ফেসবুক পোস্টগুলি ইতিমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম: ইমরান

কলেজটি পরিচালনার দায়িত্বে রয়েছে বিজাপুর লিঙ্গায়ত ডেভেলপমেন্ট এডুকেশন সোসাইটি, যার মালিক রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা কংগ্রেস নেতা এমবি পাটিল।

কলেজের অধ্যক্ষ ভিপি হুগ্গি জানিয়েছেন, এখনো বরখাস্ত হন নি ওয়াথার, কিন্তু এই মর্মে নির্দেশ জারি করা হবে মঙ্গলবার, কলেজ খোলার পর। অধ্যক্ষ বলেন, "প্রফেসর আপাতত তাঁর ফোন সুইচ অফ করে রেখেছেন। আমরা মঙ্গলবার নির্দেশ জারি করব।"

ফেসবুকে দুটি পৃথক পোস্টে  ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি এবং অন্যান্য দক্ষিণপন্থী সমর্থকদের বিরুদ্ধে। "এত কিছুর মধ্যে বেশি বুদ্ধিমান মনে হচ্ছে কাকে? তোমরা...ভক্ত। এই উত্তেজনা যদি আর বাড়ে, লক্ষ লক্ষ জীবন ধ্বংসের কারণ হবে তোমরা। বিজেপি...কোনো লজ্জাই নেই," একটি পোস্টে লেখেন তিনি।

বিজেপি মুখপাত্র বিবেক রেড্ডি বলেন, "এটা দেশের একতা ভেঙে শত্রু রাষ্ট্রকে প্রশংসা করার চেষ্টা।"

pakistan imran khan bjp
Advertisment