Advertisment

১ মিলিয়ন মার্কিন ডলার জয় ‘বিশ্বের সেরা শিক্ষকে’র, পুরস্কার মূল্য়ের অর্ধেক দিলেন বাকি শিক্ষকদের

এ বছর গ্লোবাল টিচার প্রাইজ জিতে ইচিমধ্য়েই চর্চায় এই শিক্ষক। যার পুরস্কার মূল্য় ১ মিলিয়ন মার্কিন ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
ranjitsinh disale, রণজিতসিন দিসালে

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘আমি একা হাতে এ দুনিয়াকে বদলাতে পারব না’, আর সে কারণেই গ্লোবাল টিচার প্রাইজ পাওয়ার পর পুরস্কার মূল্য়ের অর্ধেক অঙ্ক বাকি ৯ প্রতিযোগীর সঙ্গে ভাগ করে নজর কাড়লেন মহারাষ্ট্রের সোলাপুরে জেলা পরিষদ প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক রণজিতসিন দিসালে। এ বছর গ্লোবাল টিচার প্রাইজ জিতে ইচিমধ্য়েই চর্চায় এই শিক্ষক। যার পুরস্কার মূল্য় ১ মিলিয়ন মার্কিন ডলার।

Advertisment

এ প্রসঙ্গে ওই শিক্ষক বলেছেন, ‘‘একা আমি এটা গ্রহণ করলে ঠিক হবে না...ওঁদের (টপ ১০-এ থাকা বাকি ৯ শিক্ষক) কাজ দেখুন, দারুণ। আমার বিশ্বাস, শিক্ষকরাই আদতে পরিবর্তন আনতে পারবেন। আমি চাই, আমরা সকলে সমানভাবে এই সুযোগটা পাই’’।

আরও পড়ুন: অনলাইনে পড়াশোনার জন্য সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব, বড় ঘোষণা মমতার

উল্লেখ্য়, ২০১৪ সাল থেকে এই পুরস্কার দিচ্ছে বার্কে ফাউন্ডেশন। শিক্ষকতায় অসামান্য় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয় শিক্ষকদের। এ বছর এই পুরস্কারের জন্য় বিশ্বজুড়ে মোট ১২ হাজার মনোনয়নপত্র জমা পড়েছিল। দীর্ঘ প্রক্রিয়ায় একের পর এক ধাপ টপকে সেরার তকমা পেয়েছেন দিসালে।

সোলাপুরে নিজের বাড়িতে বসে অনলাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দিসালে। বিজয়ী হিসেবে নিজের নাম ঘোষণা হতেই কেঁদে ফেলেছিলেন ওই শিক্ষক। বাবা-মা’কে আনন্দে জড়িয়ে ধরেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment