Advertisment

ফেব্রুয়ারিতে শুরু 'পরীক্ষা পে চর্চা', কতদিন করা যাবে আবেদন? জানুন

কীভাবে করা যাবে আবেদন, জানুন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

'পরীক্ষা পে চর্চার' রেজিস্ট্রেশনের তারিখ বাড়ানো হলো আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত পরীক্ষা পে চর্চার আবেদনের সময় কাল কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষকমহল এবং পিতা মাতারা প্রত্যেকেই আগের মতোই এতে যোগদান করতে পারবে। অফিসিয়াল সাইটে গিয়েই আবেদন করতে পারবেন তারা। 

Advertisment

প্রধানমন্ত্রী আয়োজিত শিক্ষামূলক এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত টিপস এবং মূলত বোর্ড পরীক্ষা সম্পর্কিত তথ্য, ভয় না পাওয়ার মত বিবেচনা, বুদ্ধি সবকিছুই শেয়ার করা হয়। আগে নির্ধারিত হয়েছিল জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যেই আবেদন করা যাবে। তবে করোনা অতিমারির কারণেই সেই তারিখ পরবর্তীতে এগোনো হয়েছে। 

কীভাবে রেজিস্টার করতে পারবেন? 

Mygov.in এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন। 

হোম পেজের ক্যাম্পেইন লিংকে ক্লিক করুন।

রেজিষ্টার অনলাইনে ক্লিক করুন, সেখানে আবেদন করা যাবে। 

সবরকম তথ্য দিন এবং সাবমিটে ক্লিক করুন। 

অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 

একটি হার্ড কপি প্রিন্ট করিয়ে রাখুন। 

আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই ক্যাম্পেইন শুরু হবে। শিক্ষার্থীরা শিক্ষকদের লগিন সূত্রে জয়েন করতে পারেন। এমনকি শিক্ষার্থীদের বেছে নেবেন শিক্ষকরাই। তারা পরবর্তীতে ভার্চুয়াল ভাবে সুযোগ পাবে অংশগ্রহণ করার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

registration Campaign Education Pariksha Pe Charcha
Advertisment