RRB Group D admit card 2018: দুর্গা পুজো এবং দশেরা উৎসবের জন্য ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড অর্থাৎ RRB Group D-এর পরীক্ষা। ১৭ থেকে ২১-এর বদলে, ২২ থেকে ২৬ অক্টোবর হবে এই পরীক্ষা। আরআরবি-এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট মিলবে চারদিন আগেই, অর্থাৎ ১৮ অক্টোবর থেকেই।
RRB Group D অ্যাডমিট কার্ডের বিস্তারিত: ১৮ অক্টোবর পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হবে। তার আগে ডাউনলোড করে নিন অ্যাডমিট কার্ড। দেখে নিন কোন রাজ্য কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন।
RRB গুয়াহাটি www.rrbguwahati.gov.in
RRB জম্মু (www.rrbjammu.nic.in),
RRB কলকাতা (www.rrbkolkata.gov.in),
RRB মালদা (www.rrbmalda.gov.in),
RRB মুম্বই (www.rrbmumbai.gov.in),
RRB মুজাফ্ফরপুর (www.rrbmuzaffarpur.gov.in),
RRB পাটনা (www.rrbpatna.gov.in),
RRB রাঁচি (rrbranchi.gov.in),
RRB সেকেন্দ্রাবাদ (rrbsecunderabad.nic.in),
RRB আমেহদাবাদ (www.rrbahmedabad.gov.in),
RRB আজমের (rrbajmer.gov.in),
RRB এলাবাদ (rrbald.gov.in),
RRB বেঙ্গালুরু (rrbbnc.gov.in),
RRB ভোপাল (www.rrbbpl.nic.in),
RRB ভুবনেশ্বর Bhubaneshwar (www.rrbbbs.gov.in),
RRB বিলাসপুর (www.rrbbilaspur.gov.in),
RRB চন্ডিগড় www.rrbcdg.gov.in),
RRB চেন্নাই (www.rrbchennai.gov.in),
RRB গোরখপুর (www.rrbguwahati.gov.in),
RRB শিলিগুড়ি (www.rrbsiliguri.org),
RRB তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov.
RRB গ্রুপ ডি-এর অ্যাডমিট কার্ড পেতে পরীক্ষার্থীদের নিজেদের রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানেই মিলবে অ্যাডমিট কার্ড। ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ দিতে হবে। এরপরই স্ক্রীনে অ্যাডমিট কার্ড দেবে ওয়েবসাইট। পরীক্ষার দিন এই হল টিকিটটি সঙ্গে রাখা আবশ্যক।
উত্তর রেলওয়ের সিপিও অঙ্গরাজ মোহন জানান, "দুর্গাপুজোর কথা বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। প্রধানত দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্ব অংশে এই উৎসবে ব্যস্ত প্রত্যেকেই। পাশাপাশি উত্তরাঞ্চলের দশেরা উৎসবও রয়েছে। সবদিক বিবেচনা করে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা না করারই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।"