RRB Group D exam admit card: গত ৬ সেপ্টেম্বর জানানো হয়েছিল, ১৩ সেপ্টেম্বর থেকেই মিলবে Railway Recruitment Board (RRB) গ্রুপ ডি এর অ্যাডমিট কার্ড।
RRB Group D exams 2018: কোন অফিসিয়াল ওয়েবসাইটগুলোয় মিলবে অ্যাডমিট কার্ড, দেখে নিন
RRB গুয়াহাটি (www.rrbguwahati.gov.in), RRB জম্মু (www.rrbjammu.nic.in), RRB কলকাতা (www.rrbkolkata.gov.in), RRB মালদা (www.rrbmalda.gov.in) , RRB মুম্বই (www.rrbmumbai.gov.in), RRB মুজফ্ফর পুর (www.rrbmuzaffarpur.gov.in), RRB পাটনা (www.rrbpatna.gov.in), RRB রাঁচি (rrbranchi.gov.in), RRB সেকেন্দ্রাবাদ (rrbsecunderabad.nic.in), RRB আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in), RRB আজমীর (rrbajmer.gov.in), RRB এলাহাবাদ (rrbald.gov.in), RRB ব্যাঙ্গালুরু (rrbbnc.gov.in), RRB ভোপাল (www.rrbbpl.nic.in), RRB ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in), RRB বিলাসপুর (www.rrbbilaspur.gov.in), RRB চন্ডিগড় (www.rrbcdg.gov.in), RRB Chennai (www.rrbchennai.gov.in), RRB Gorakhpur (www.rrbguwahati.gov.in), RRB Siliguri (www.rrbsiliguri.org), RRB Thiruvananthapuram (rrbthiruvananthapuram.gov.in)
দিনপঞ্জি দেখুন।
আরও পড়ুন: রেলের চাকরীর পরীক্ষায় বসল রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং সময়সীমা ৯০ মিনিট। মাল্টিপেল চয়েস প্রশ্ন দিয়েই তৈরি হবে প্রশ্ন পত্র। নেগেটিভ মার্কিংও থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে এক তৃতীয়াংশ নম্বর। ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ওই একই ওয়েবসাইট (www.rrbcdg.gov.in) থেকে কল লেটারও ডাউনলোড করতে পারবেন। যাঁরা প্রথম স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হবেন ফলাফলের দিনই জানানো হবে PET বা দ্বিতীয় স্তরের পরীক্ষার তারিখ।
সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, গ্রুপ সির প্রথম স্তরের পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষায় বসেছেন ৭৬.৭৬ শতাংশ পরীক্ষার্থী। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রেল মন্ত্রক জানায়, আমরা প্রায় ৪৭ লক্ষ পরীক্ষার্থী নিয়ে সফলভাবে CBT প্রথম স্তর সম্পন্ন করেছি। ৬৪,০৩৭ ALP এবং টেকনিশিয়ানের পদে প্রতিযোগিতায় এই প্রথম ৭৬.৭৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। যা RRB-এর ইতিহাসে এই প্রথম। পাশাপাশি ALP/Technician-এর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩২ লক্ষ এবং পরীক্ষায় বসেছেন ৪৭.৪৭ শতাংশ। অ্যাসিসটেন্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের পদের জন্য RRB Group C অনলাইন পরীক্ষাটি হয় ৯ অগাস্ট।