জয়প্রকাশ দাস
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের সঙ্গে সংঘ পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে হইচই চলছে দেশজুড়ে। প্রণববাবু আগামী ৭ জুন আরএসএসের কেন্দ্রীয় দফতরে যাবেন। বক্তব্য়ও রাখবেন। এ পর্যন্ত সকলেরই জানা। কিন্তু তার আগে ঠিক কী কী ঘটেছিল?
জানা যাচ্ছে, সংঘের সঙ্গে প্রণবের সম্পর্ক শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়। এ পথ মিলে গেছে প্রণবের গ্রামের বাড়ি বীরভূমের কীর্ণাহার পর্যন্ত। খোদ প্রণববাবুর খাস জন্মভিটেতে দুর্গাপুজোর অষ্টমীতে গিয়েছিলেন আরএসএসের চার কর্তা। তাঁরা প্রাক্তন রাষ্ট্রপতির চণ্ডীপাঠ শুনেছেন, আরতি দেখেছেন, ভোগও খেয়েছেন। মুগ্ধ হয়েছেন মুখোপাধ্য়ায় পরিবারের আপ্য়ায়নে।
কী বলছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বীরভূম জেলা বিভাগের কার্যবাহক তথা রাজ্য় স্তরের নেতা শিবাজী প্রসাদ মণ্ডল? তাঁর বক্তব্য়, ‘‘দিল্লিতে প্রণব মুখোপাধ্য়ায়ের সঙ্গে যখন দেখা করেছিলেন সংঘের অখিল ভারতীয় সহপ্রচারক অদ্বৈতচরণ দত্ত, তখনই দুর্গাপুজোয় বীরভূমের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই আমন্ত্রণ গ্রহণ করেই আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর অষ্টমীতে। এখনও মনে আছে অসাধারণ চণ্ডীপাঠ করেছিলেন প্রণববাবু। আমাদের আপ্য়ায়নের বন্দোবস্ত করেছিলেন তাঁর ছেলে সাংসদ অভিজিৎ মুখোপাধ্য়ায়। তাঁদের পরিবারের আতিথেয়তা আমদের মুগ্ধ করেছিল।’’
তিনিই জানালেন, সেদিন কীর্ণাহারে মুখোপাধ্য়ায় পরিবারের পুজোয় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সংঘের অখিলভারতীয় সহপ্রচারক অদ্বৈতচরণ দত্ত, পূর্বাঞ্চল ক্ষেত্রের প্রচারক প্রদীপ যোশী, বীরভূম জেলা বিভাগ প্রচারক উত্তম মণ্ডল। পুজোপাঠের পর সবাই মিলে মুখার্জি বাড়ি ঘুরে ফিরে দেখেন তাঁরা। প্রণব পুত্র সেদিন তাঁদের সেদিন শুনিয়েছিলেন মুখার্জি বংশের ইতিহাস।
শিবাজীবাবু বলেন, ‘‘আমরা সকাল ১০টা নাগাদ কীর্ণাহারে পৌঁছে গিয়েছিলাম। প্রথমে আপ্যায়ন করে বাড়ির মধ্যে নিয়ে যান অভিজিৎ মুখোপাধ্য়ায়। ঘরে ঢুকতেই প্রণববাবু সৌজন্য় বিনিময়ের পর জানিয়ে দেন, পুজোর পর প্রসাদ ও দুপুরের আহারের বন্দোবস্ত করা হয়েছে।’’ পুজো সেরে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তবে কী নিয়ে কথা হয়েছিল সে নিয়ে মুখ খুলতে চাইলেন না সংঘকর্তা। সে কথোপকথন নিয়ে গোপনীয়তা বজায় রাখতেই উৎসাহী তাঁরা।
সেদিন প্রাক্তন রাষ্ট্রপতির জন্য় কী উপহার নিয়ে গিয়েছিলেন সংঘের কর্তারা? শিবাজীবাবু জানালেন, ‘‘আরএসএসের মুখপত্র স্বস্তিকা ছাড়া বেশ কয়েকটি সংঘের বই উপহার দিয়েছিলাম প্রণববাবুকে।’’