নীতিগত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট উপাধি নিতে অস্বীকার করলেন শচীন তেণ্ডুলকর। তাঁপ জায়গায় বক্সার মেরি কম-কে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৪ ডিসেমম্বর ৬৩তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে মেরি কম-কে সাম্মানিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করফে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েক উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ‘‘আমরা শচীন তেণ্ডুলকরকে সাম্মানিক ডি লিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এ নিয়ে তাঁর সঙ্গে সম্প্রতি যোগাযোগ করার পরে উনি আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে নীতিগত কারণে তিনি এ সম্মান গ্রহণ করতে পারবেন না।’’
সুরঞ্জন দাস আরও জানিয়েছেন, ‘‘উনি বলেছেন উনি কোনও বিশ্ববিদ্যালয় থেকেই এ ধরনের সম্মান গ্রহণ করেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটির একই ধরনের সম্মান তিনি প্রত্যাখ্যান করেছেন। উনি বলতে চেয়েছেন, যেহেতু উনি ডি লিট অর্জন করেননি, সে জন্য তাঁর পক্ষে সে সম্মান গ্রহণ করা ঠিক হবে না।’’ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে জানানো হয়েছে। তারপর স্থির করা হয়েছে ভারতের অলিম্পিয়ান বক্সার মেরি কম-কে সাম্মানিক ডি লিট প্রদান করা হবে।
মেরি কম আন্তর্জাতিক অ্যামেচার বক্সিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জেতেন তিনি। এ ছাড়া ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন মেরি। মেরি কম ছাড়াও টাটা মেডিক্যাল সেন্টারের ডিরেক্টর মাম্মেন চাণ্ডি, বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু এবং বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষকে সাম্মানিক ডি লিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
প্রাপকদের হাতে সম্মান তুলে দেবেন জীববিজ্ঞানী দীপঙ্কর চট্টোপাধ্যায়। ২০১১ সালে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের একই ধরনের সম্মান প্রদর্শনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর।