Advertisment

বড় পদক্ষেপ সেনার, সৈনিক স্কুলগুলিতে ৩১২ জন মেয়ে ক্যাডেট ভর্তি হল ষষ্ঠ শ্রেণিতে

সকল ছাত্রীদের অভিনন্দন এবং কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৈনিক স্কুলে মেয়েদের জয়জয়কার! এবার ৩১২ জন মেয়ে ক্যাডেট ভর্তি হয়েছেন ৩৩ টি সৈনিক স্কুলে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই এই সুখবর দেওয়া হয়েছে লোকসভায়। তাদের বক্তব্য এমন অসাধারণ কিছু আগে একেবারেই ঘটেনি। ষষ্ঠ শ্রেণীতে ছয় থেকে ১০ জন প্রতি সৈনিক স্কুলে ছাত্রীদের ভর্তি হওয়ার বিষয়টিকে কুর্নিশ জানিয়েছেন লোক সভার সদস্যরা। 

Advertisment

 প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট জানিয়েছেন, এই প্রথমবার ৩৩ টি সৈনিক স্কুলে ৩১২ জন মেয়ে ভর্তি হয়েছেন। তার বিশদ বর্ণনা অনুযায়ী, ২৩ টি সৈনিক স্কুলের প্রত্যেকটিতে ১০ জন বালিকা ক্যাডেট এবং ছয়টি এমন স্কুল রয়েছে যেখানে নয়টি করে বালিকা ক্যাডেট ভর্তি হয়েছে। বাকিদের মধ্যে দুটি স্কুলে আটজন করে ছাত্রী, এবং বাকি আরও দুটিতে ছয়জন করে ছাত্রী ভর্তি হয়েছেন। বালিকাদের এই উদ্যোগ একেবারেই দেখবার মত বলেই জানিয়েছেন তিনি। 

সম্প্রতি তারা এও জানিয়েছেন সৈনিক স্কুল সোসাইটির পক্ষ থেকে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ই কাউন্সেলিং পরিচালনা করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে স্কুলগুলো নতুন স্থাপন করা হয়েছে সেখানেই এই ব্যবস্থাপনা আগে শুরু হবে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট Sainikschool.ncog.gov.in- এতে রেজিষ্টার করতে পারবে।  

তবে নতুন করে সৈনিক স্কুলগুলিতে নাম নথিভূক্ত করণের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেই আবেদন করতে পারবেন। PGT recruitment এর মধ্যে রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি সাহিত্য, গণিত, জীববিদ্যা ছাড়াও ল্যাব অ্যাসিস্টেন্ট কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, বায়োলজি এগুলির জন্য নিজেদের নাম নথিভুক্ত করা যাবে।

sainik school
Advertisment