Advertisment

প্রথম মহিলা উপাচার্য পেল JNU, তবে বিতর্ক থামছে না

মামিদালা জগদেশ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন পণ্ডিত। শান্তিশ্রী বর্তমানে মহারাষ্ট্রের পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে উপচার্য পদে কর্মরত।

author-image
IE Bangla Web Desk
New Update
Santishree Dhulipudi Pandit is first woman Vice-Chancellor of JNU

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর উপাচার্য মনোনীত হলেন শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। তিনিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। মামিদালা জগদেশ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন পণ্ডিত। শান্তিশ্রী বর্তমানে মহারাষ্ট্রের পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে উপচার্য পদে কর্মরত। ১৯৯২ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেন শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। ভারতের পাশাপাশি বিদেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

Advertisment

অধ্যাপনার পাশাপাশি শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত ইউজিসি, আইসিএসএসআর-এর সদস্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর মনোনীত হয়েছেন।

স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর ১৯৮৫ সালে জেএনইউ-র ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগে গবেষণা জগতে প্রবেশ শান্তিশ্রীর। ১৯৮৮ সালে গোয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষারতা শুরু করেন তিনি। নানা বিষয়ে তাঁর গবেষণা পত্র রয়েছে তাঁর।

জাতীয় রাজনীতি, ছাত্র রাজনীতির প্রেক্ষিতে বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে জেএনইউ-তে গত কয়েকবছরে বহু আন্দোলন হয়েছে। বাম ও অতি-বামপন্থীদের আন্দোলনকে 'দেশদ্রোহীতা' বলে তোপ দেগেছিল গেররয়া শিবির। সোশাল মিডিয়ায় জেএনইউ-য়ের পড়ুয়াদের দাবি, শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত নানা সময় পড়ুয়াদের আন্দোলনকে কটাক্ষ করেছেন। তাই তাঁকে উপাচার্ষ পদে বসিয়ে জেএনইউ-য়ের পড়ুয়াদের আন্দোলন দমাতে মরিয়া পদ্ম বাহিনী।

Read in English

Education New Delhi JNU
Advertisment