JEE Main 2019 Exam Date: লোকসভা নির্বাচনের কারণে এগিয়ে এল 'জয়েন্ট এন্ট্রাস' পরীক্ষার সময়সূচী। পরীক্ষা শুরু হওয়ার দিন যদিও একই থাকছে। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনের জন্য এগিয়ে নিয়ে আসা হল হল পেপার-১ পরীক্ষার দিন, তবে পেপার-২ দিন যা ছিল তাই থাকবে। ৭ এপ্রিল পেপার-২ B. Arch/ B. Planning এবং ৮, ৯, ১০ এবং ১২ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট শিফটে হবে পেপার-১ B.E/ B.Tech পরীক্ষা।
'জয়েন্ট এন্ট্রাস' মেইন এর জন্য অ্যাডমিট কার্ড ২০ মার্চ থেকে সরকারী ওয়েবসাইট jeemain.nic.in এ পাওয়া যাবে। সারা দেশ জুড়ে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাত দফায় নির্বাচন হবে।
আরও পড়ুন:NHAI recruitment 2019: কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করুন আজই
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় থাকবে দুটি পেপার। BE/B.Tech এর জন্য পেপার-১, পেপার-২ এর জন্য B. Arch/B. Planning। পরীক্ষা শুধুমাত্র অনলাইন মাধ্যমে দেওয়া যাবে। কম্পিউটার ভিত্তিক মোডে পরিচালিত হবে সমস্তটা। তবে পেপার ২ এর জন্য অঙ্কন পরীক্ষা অফলাইনে পরিচালিত হবে। পেপার ১ এ থাকবে অবজেক্টিভ ধরণের প্রশ্ন এবং পেপার ২ এ থাকবে অঙ্ক, অ্যাপটিচিউড, অবজেক্টিভ এবং বিষয়ভিত্তিক অঙ্কন পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৮.৭৪ লাখ।
আরও পড়ুন: RRB group D recruitment 2019: লক্ষাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
পরীক্ষার সময় ৩ ঘণ্টা। পেপার ১ এর পরীক্ষা হবে দুটি শিফটে। প্রথম পরীক্ষা শুরু হবে ৯.৩০ থেকে, শেষ হবে ১২.৩০। পরবর্তী পেপার ১ শুরু হবে দুপুর ২.৩০ থেকে, চলবে ৫,৩০ পর্যন্ত। পেপার ২ অবশ্য একটাই শিফটে।
ইংরেজি, হিন্দি ও গুজরাটি ভাষায় পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর করে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে এক নম্বর।
Read the full story in English