scorecardresearch

প্রাইভেট টিউশন নিয়ে কড়া পদক্ষেপ, ২০০ শিক্ষককে নোটিস ধরাল শিক্ষা দফতর

কড়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা কমিশন

school education commission
স্কুল শিক্ষা কমিশনের কড়া পদক্ষেপ

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। নোটিশ পাঠান হল, ৪৫টি স্কুলে। এই নিয়ে আগেও বারবার সতর্ক কড়া হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। আর এবার আরও কড়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা কমিশন।

কিছুদিন আগেই ব্রাত্য বসু এই নিয়ে বৈঠক করেন। সরকারি স্কুলের শিক্ষকরা পড়াতে পারবেন না প্রাইভেট টিউশন। আর এবার স্কুল ধরে ধরেই নোটিশ গেল। দমদম, বেলঘরিয়া, আগরপাড়া, খড়দহ – এই এলাকার স্কুলগুলিতে পাঠানো হয়েছে নোটিশ। যদিও বা SSC আন্দোলনকারীদের তরফে আগেই জানানো হয়েছিল, সরকারি স্কুলের শিক্ষকদের কারণে মুশকিলে পড়ছেন তারাও। টিউশন করতে তাঁদের অসুবিধা হচ্ছে।

২০০ জন শিক্ষকের বিরুদ্ধে পাঠানো হয়েছে নোটিশ। সূত্রের খবর, সেইসব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট অবাক হয়েছেন এই নোটিশ পেয়ে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে কৈফিয়ত পর্যন্ত চাওয়া হয়েছে এই নিয়ে। নিয়ম অনুযায়ী বরাবরই একজন সরাকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারেন না। আর এবার জরুরি শমন পাঠানো হয়েছে তাঁদের।

যদি সেইসকল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে অবশ্যই তাঁকে আইন মাফিক শাস্তিও দেওয়া হবে।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: School education commission warns school teachers not to do private tution