অবশেষে তিনি আসছেন। রথে নয়, হেলিকপ্টারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বীরভূমের তারাপীঠে তাঁর যাওয়া হলো না। ২৯ জানুয়ারি মমতা ব্যানার্জি যাবেন তারাপীঠ, বীরভূমের সদর শিউড়িতে ২৩ জানুয়ারি আসছেন অমিত শাহ। কিন্তু তাঁর সভার জন্য কোন সরকারী মাঠ অনুমোদন করল না প্রশাসন, তাই দলের বীরভূম জেলা নেতার জমির ওপরেই জনসভা, এবং সেই বিরাট জমিরই প্রান্তে নামবে কপ্টার।
বহু বাধা পার করে অমিত শাহকে বীরভূমের মাটিতে আনতে পারাই বীরভূমের বিজেপি নেতাদের বিরাট সাফল্য। দলের নেতা কৈলাস বিজয়বর্গীয় বুঝেছেন, জেলার নেতাদের লোক জমায়েত করানোর ক্ষমতা কতটা, তাই তিনি এ সভার সঙ্গে দুই বর্ধমান এবং ঝাড়খন্ডকেও যুক্ত করেছেন।
অবশ্য বিজেপির জেলা সভাপতির বক্তব্য, বীরভূমের বহু বাস বা ট্রাক মালিক যদি টাকার বিনিময়ে তৃনমূল ছাড়া অন্য কোন দলকে গাড়ি ভাড়া দেন, তবে তাঁকে "নানা বিপদে" ফেলা হয়, ফলে ভয়ে কেউ গাড়ি ভাড়া দিতে চান না। বিজয়বর্গীয় সমস্যা শুনে যুক্তি দেন, ঝাড়খন্ড থেকে গাড়ি ভাড়া করে এনে জনসভা ভরাতে হবে। এই নির্দেশ অনুযায়ী জেলা জুড়ে মাইকে প্রচার শুরু করেছে বিজেপি।
আরো পড়ুন: অমিত শাহের কপ্টার অবতরণের অনুমতি দিল না মমতা সরকার
কিন্তু লোক হবে তো? সঙ্ঘ পরিবার বীরভূমে বেনামে অসংখ্য সংগঠন চালাচ্ছে দীর্ঘদিন ধরে, বেনামে আদিবাসীদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনও আছে তাদের, সকলকে ঐক্যবদ্ধভাবে জমায়েত করানোর নির্দেশ দিয়েছেন সঙ্ঘ নেতারাও। কিন্তু দলের মধ্যেই বিরোধ যে এখন মাঠে নেমে এসেছে, সোমবার তা আবার দেখা গেল শিউড়িতে। অমিত শাহর সভার প্রস্তুতি দেখতে সদলবলে এলেন মুকুল রায়। তিনি চলে গেলেই আবার এলেন রাহুল সিনহা। একেক নেতা একেক রকম নির্দেশ দিলেন, আর বিজেপির জেলা নেতারা তা নিশ্চিত করে দিলেন হাসিমুখে।
তবে বিজেপির হাসিমুখ বদলে দিতে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন, ঝাড়খন্ড থেকে লোক আনলে প্রয়োজনে "উন্নয়ন পাঁচন হাতে দাঁড়িয়ে পড়বে" বিজেপির সভায়। অনুব্রত বরাবর দাবি করে এসেছেন, ঝাড়খন্ড থেকে দুষ্কৃতী এনে অশান্তি করছে বিজেপি। এবার সেই অভিযোগের পুনরাবৃত্তি করে অনুব্রত বলছেন, "ওরা সভা করার জায়গা না পেলে আমার বাড়ির ছাদে করুক, ওদের যা লোক হবে তাতে ছাদও ভরবে না।"
দলের সর্বভারতীয় সভাপতিকে নিয়ে এসে সভা করে দলকে জাগানোর চেষ্টা করছেন বিজেপির শীর্ষ নেতারা, কিন্তু দলের মধ্যে কিঞ্চিৎ দায়সারা ভাব আর নেতাদের মধ্যে গোষ্ঠি বিরোধ তো আছেই। শেষ পর্যন্ত অমিত শাহের বীরভূম অভিযান কতটা সফল হয় সেটাই দেখার। আপাতত স্থানীয় রসিক মহলে জল্পনার বিষয় হলো, অনুব্রত এবং অমিত শাহ, দুজনের আয়তন কি সমান?