রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দেশে ফিরেছেন হাজার হাজার ভারতীয় পড়ুয়া। অপারেশন গঙ্গার মাধ্যমে ভারত সরকার তাঁদের ফিরিয়ে এনেছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলেই, পড়াশোনা আদৌ হবে কিনা, ডিগ্রি আসবে কিনা সেই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তাঁরা এবং পরিবারের সকলে। এরই মধ্যে, সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। যাতে ইউক্রেন ফেরত পড়ুয়ারা নিজের দেশেই ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করতে পারে।
মেডিক্যাল বিষয়ক পড়াশোনা যেখানে ছাত্রদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ, সেটিকে নিয়ে ছেলেখেলা একেবারেই উচিত নয় বলেই দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। ভারতীয় পাঠ্যক্রমে তাদের অন্তর্ভুক্তি এবং পড়াশোনার জন্য কেন্দ্রের তরফে নির্দেশ চাওয়া হয়েছে। অ্যাডভোকেট রানা সন্দীপ বুসা এবং অন্যান্যরা তাদের লিখিত আবেদনে অনুচ্ছেদ ২১-এর অধীনে নিজস্ব সুরক্ষা এবং মতামতের আওতায় গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের প্রসঙ্গেই এই আবেদন দায়ের করা হয়েছে।
ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের তরফে এর আগেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে মামলা। দেশে ফিরে পড়াশোনা করতে চায় তাঁরা, শিক্ষা গ্রহণে যাতে কোনও অসুবিধে না হয় এখন এই একটাই দাবি তাঁদের। এর আগে প্রবাসী লিগাল সেলের তরফে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছিল মামলা। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের ভুমিকাকে কুর্নিশ জানানো হয়েছে, কিন্তু তাঁরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় মেডিক্যাল স্তরে, বিদেশি পড়ুয়াদের পড়াশোনায় একীকরণের ব্যবস্থা নিতেই আদেশ দেওয়া হয়েছে। যে পড়ুয়ারা ইউক্রেন থেকে দেশে ফিরেছেন তারা বাস্তুচ্যুত হয়েছেন, শারীরিক এবং মানসিক ভাবে তাঁরা ঠিক নেই, এমন অবস্থায় শিক্ষা বিশ বাঁও জলে। তাই তাদের সুরক্ষার খাতিরে এই ব্যবস্থা নিতে হবে। এমনকি মেডিক্যাল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হয়েছে। ছাত্রদের দুর্দশা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়াই এখন শ্রেয়।