ছাত্রদের আত্মহত্যা ঠেকাতে বড় পদক্ষেপ গ্রহণ করল আইআইটি কাউন্সিল। বিগত বেশ কিছু মাস ধরেই আইআইটি ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য এবার বড় পদক্ষেপ গ্রহণ করল আইআইটি কাউন্সিল। প্রায় দুই বছর আইআইটি কাউন্সিলের বৈঠকে আইআইটিতে ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা ঠেকাতে প্রতিটি আইআইটি ক্যাম্পাসে অন্তত একজন মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আইআইটি কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে প্রতিটি আইআইটি ক্যাম্পাসে অন্তত একজন মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। পড়ুয়াদের আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণক। আইআইটি ভুবনেশ্বরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সভাপতিত্বে সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। বৈঠকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়ুয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে একটি শক্তিশালী জিরো টলারেন্স ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়ার কথা এদিনের বৈঠকে আলোচনা হয়।
আত্মহত্যার মত ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়ে, আইআইটি ভুবনেশ্বরের আইআইটি কাউন্সিল, প্রতিটি ক্যাম্পাসে কমপক্ষে একজন মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরামর্শদাতারা ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যেও খেয়াল রাখবে।
দেশের প্রায় প্রতিটি আইআইটি ক্যাম্পাসে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য পড়াশুনায় প্রভাব ফেলছে। একটা বড় অংশের পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতেও বাধ্য হচ্ছেন। স্নাতকোত্তর স্তরের তুলনায় স্নাতকস্তরে পড়ুয়াদের মধ্যে এই ধরণের সমস্যা অনেকটাই বেশি। এবার থেকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যন্ত রাখতে তৎপর প্রতিটি আইআইটি ক্যম্পাস।