Advertisment

গরমের ছুটি আরও বাড়ল, কবে খুলবে স্কুল, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবারই স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, ৫ জুন থেকে খুলব স্কুল।

author-image
IE Bangla Web Desk
New Update
cm mamata banerjee cancels darjeeling visit , শেষ মুহূর্তে তড়িঘড়ি পাহাড় সফর বাতিল মমতার! হঠাৎ কী হল?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকালই শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল গরমের ছুটি শেষ হয়ে আবার স্কুল খুলবে আগামী ৫ জুন। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলন করে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায় জানিয়ে দিলেন স্কুলই এখনই খোলা হচ্ছে না। আরও ১০ দিন ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।

Advertisment

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ জুন খুলবে রাজ্যে সরকারি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তুল। মঙ্গলবার জানা গিয়েছিল, ৫ জুন খুলবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি। আর ৭ জুন থেকে প্রাথমিক স্কুলগুলি খুলবে।

প্রসঙ্গত, গত ২ মে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ জুন থেকে স্কুল খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হয়।

আরও পড়ুন আর তিন নয়, ৪ বছরের অনার্স কোর্স, জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিল মমতা সরকার

কিন্তু বুদভার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। পাশাপাশি ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে দিলেন মমতা।

বিস্তারিত আসছে...

Mamata Banerjee West Bengal school Reopen Summer Vacation
Advertisment