"স্টাফ সিলেকশন কমিশনের গোটা ব্যবস্থাটাই দূষিত", এসএসসি-র 'কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল' পরীক্ষা প্রসঙ্গে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। সোমবার সে কারণেই ২০১৭ সালের এসএসসি সিজিএল পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত আরও জানিয়েছে, "দুর্নীতিগ্রস্ত এসএসসি পরীক্ষার মাধ্যমে একদল মানুষ চাকরিতে ঢুকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, সেটা হতে দেওয়া যায় না।"
চলতি বছরের ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে চলা এসএসসি সিজিএল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। সিবিআই তদন্ত চেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। মার্চ মাসে কেন্দ্রের পক্ষ থেকে তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে।
আরও পড়ুন: প্রিয়া ভারিয়রের গান নিয়ে নালিশ খারিজ সুপ্রিম কোর্টে
এর আগে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত থাকা একটি দলকে চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশ। রিমোট অ্যাক্সেস টুল সফটওয়্যার এর সাহায্যে এরা পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের তথ্য দিয়ে থাকে। পরীক্ষার্থীর কম্পিউটার স্ক্রিনে আসা সমস্ত প্রশ্ন নিজেদের কম্পিউটারে দেখতে পায় দলের সদস্যরা। পরীক্ষা অনলাইনে হলেও এরা পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর কম্পিউটার অ্যাক্সেস করতে পারে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, ২০১১ সাল থেকে এই পদ্ধতিতে অসৎ পথে পরীক্ষা দেওয়ার চল হয়েছে। অফলাইন পরীক্ষার জমানায় এরা পরীক্ষার হলে ডামি পরীক্ষার্থী পাঠাত। যার নামে চাকরির আবেদন করা হত, তার হয়ে পরীক্ষা দিয়ে আসত অন্য ব্যক্তি। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এরা টিম ভিউয়ার সফটওয়্যার ব্যবহার করা শুরু করে। কারণ অনলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীর বায়োমেট্রিক যাচাই হয়। সে ক্ষেত্রে যিনি আবেদন করেছেন, তাঁকেই উপস্থিত থাকতে হবে পরীক্ষার হলে।