Advertisment

Teachers Day 2018 Wishes: এইদিনে শুভ কামনা জানান শিক্ষককে

Happy Teachers Day Wishes 2018 Wishes: সেই দিনগুলোকে মনে করে, রাগী অথচ সেই প্রিয় শিক্ষককে কিছু মেসেজ পাঠাতে চান?

author-image
IE Bangla Web Desk
New Update
Teacher Day. Flowers and gift; copybooks on the teacher's desk.

Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

Happy Teachers Day 2018 Wishes: আমরা যা শিখেছি,যতটা জেনেছি তার অধিকাংশটাই শিখিয়েছেন আমাদের শিক্ষকরা। সফলতার পিছনে থাকে শিক্ষকের অবদান। যাদের ভর করে মাথা তুলে দাড়াই আমরা। আজকের দিনটা তাদেরকেই সম্মান করতে পালন করা হয় প্রত্যেক বছর।

Advertisment

শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি তা জীবনের বাকি দিন গুলোতে বহন করে থাকি আমরা। স্কুলের গোন্ডি পার করার পর কম বেশি আমরা সকলেই বারংবার ফিরে দেখি ফেলে আসা স্কুলের দিন। হ্যাঁ, ঐ দিন গুলোই বেশ ছিল, পরীক্ষার টেনশন, হাজার বকুনি, চোখ রাঙানি বেড়া জালের ঐ চনমনে অতীতকে আজ খুব ভালো সময় বলে মনে হয়ে থাকে। যে সময়টাতে আমাদের গড়ে তোলার কারিগর হিসাবে ছিলেন শিক্ষকরা। আজও তারা তাদের বিরামহীন ভাবে জ্ঞান উজার করে দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ছাত্র ছাত্রী।

সারাবছর  ইতিহাস ভলো না লাগলেও, এই দিনের ইতিহাসের জন্য একটা লাভ কিন্তু রয়েছে। কারণ এই দিন স্কুলে পড়াশুনা পাঠ চুকে যায়, দিদিমুনিদের বকুনি থেকে খানিক নিস্তার , এছাড়া অল্প সময়ের জন্য নিচু ক্লাস কে পড়িয়ে নিজেকে শিক্ষিক বা শিক্ষিকা ভাবার আনন্দ পাওয়া। সেই দিনগুলোকে মনে করে, রাগি অথচ সেই প্রিয় শিক্ষককে কিছু মেসেজ পাঠাতে চান? তাহলে আপনার জন্য রইল তার তালিকা।

* Thank you for teaching me
how to read and write, for guiding me to
distinguish between what is
wrong and what is right.
For allowing me to dream
and soar as a kite,
thank you for
being my friend, mentor and light.

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* Dear Teacher, Thank You
For Continually Inspires me to do my best
You help me strive for goals,
I found guidance, friendship, discipline
and love, everything, in one person.
And that person is you
Happy Teacher’s Day

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* Sending my love and warmth to you,
You have not only been a wonderful teacher
but also friend, philosopher and guide
May you have a memorable Teachers Day

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* Dear teacher, you have been a great mentor and
guide and have shaped my career well. I thank you for your effort
and hope you remain a superb mentor for others also.

* Just wanted to let you know
how much your time, effort,
and hard work is appreciated.
Happy Teacher’s Day!

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* I am grateful to be your student.
Thank you for challenging me
to be my best and instilling in me
a passion for learning.
Happy Teachers Day!

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* The way you teach..
The knowledge you share..
The care you take..
The love you shower..
Makes you..
The world’s best teacher..
Happy Teacher’s Day

publive-image Teachers Day Wishes 2018 Wishes and greetings (Source: Dailysmscollection.com)

* Shar-akshar hamen sikhaate hain
Jeevan kya hai, samjhaate hain
Wahi to hamaare sachche guru kehlaate hain!
Is shikshak diwas par sabhi Guru
janon ko koti-koti abhinandan!
SHIKSHAK DIWAS KI HARDIK SHUBHKAMNAYEN!

Whatsapp Teachers Day
Advertisment