Advertisment

শুরু হল আইআইটি পরীক্ষার রেজিস্ট্রেশন

আগ্রহী ও উপযুক্ত পরীক্ষার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in থেকে আবেদন করতে পারবেন। তবে এর সময়সীমা সীমিত। আবেদন করার শেষ তারিখ ৯ মে ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal College Admission, WB College Admission Process

IIT JEE advanced 2019: ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৩ মে থেকে অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাবে। আগ্রহী ও উপযুক্ত পরীক্ষার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in থেকে আবেদন করতে পারবেন। তবে এর সময়সীমা সীমিত। আবেদন করার শেষ তারিখ ৯ মে ২০১৯। গত সপ্তাহ থেকে বিদেশি ছাত্র ছাত্রীর জন্য শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

Advertisment

২৭ মে ২০১৯, সোমবার দুটি শিফটে সম্পন্ন হবে আইআইটিতে স্নাতক স্তরে কোর্স করার প্রবেশমূলক পরীক্ষা। প্রথম পরীক্ষা চলবে ৯ টা থেকে দুপুর ১২টা অবধি। পরবর্তী পরীক্ষার সময় দুপুর ২ টো থেকে বিকেল ৫টা। সম্পূর্ণ পরীক্ষাটাই হবে অনলাইনে (computer-based testing (CBT)। প্রথমে এই পরীক্ষা ১৯ মে হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়ে আইআইটি পরীক্ষার তারিখ।

JEE Advanced 2019: How to apply

১) jeeadv.nic.in ক্লিক করুন এই লিঙ্কে।
২) হোমপেজে 'JEE advanced'এর জন্য ‘click here’লিঙ্কে ক্লিক করুন।
৩) যে নতুন পেজ খুলবে সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে।
৪) রেজিস্ট্রেশন নম্বর পেলে তা দিয়ে লগ ইন করুন।
৫) ফর্ম ফিল আপ, আপলোড ছবি।
৬) ফি জমা দিন।

JEE Advanced 2019: Fee

পরীক্ষার ফি ২৬০০ টাকা। তবে সংরক্ষিত সিট SC, ST এবং PWD পার্থীদের পরীক্ষার ফি দিতে হবে ১৩০০ টাকা।

JEE Advanced 2019: Documents required

ফর্ম ফিল আপের জন্য যে যে ডক্যুমেন্টের প্রয়োজন হবে-

১) দশম শ্রেণির রেজিস্ট্রেশন, সংশাপত্র ,জন্ম পরিচয়ের জন্য।
২) দ্বাদশ শ্রেণির সংশাপত্র।
৩) কাস্ট সার্টিফিকেট (SC, ST দের জন্য)

Read the full story in English

IIT IIT Kharagpur
Advertisment