TATA Institute of Social Sciences: টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) শুক্রবার তার চারটি ক্যাম্পাস জুড়ে ৫৫ জন ফ্যাকাল্টি মেম্বার সহ এবং ৬০ জন অশিক্ষক কর্মীকে বিনা নোটিশে বরখাস্ত করেছে বলে জানা গিয়েছে।
বরখাস্তকৃত কর্মীরা, এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তারা সকলেই চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। টাটা এডুকেশন ট্রাস্টের তরফে কোনরকমের অনুদান না মেলায় তাদের বরখাস্ত করা হয়েছে বলেই খবর। ওই অনুদানের টাকাতেই তাদের বেতন দেওয়া হত। শুক্রবার প্রায় শতাধিক কর্মীকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যেখানে তাদের ৩০ জুনের পর কাজে না আসার কথা বলা হয়েছে।
টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস-র রেজিস্টার সুনিল সুতার জানিয়েছেন, “প্রতিষ্ঠান চুক্তি ভিত্তিক কর্মীদের বেতনের উদ্দেশ্যে টাটা এডুকেশন ট্রাস্ট থেকে অনুদান মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। টাটা এডুকেশন ট্রাস্টের কাছ থেকে মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি"।
আরও পড়ুন : < PM Narendra Modi Mann Ki Baat Highlights: তৃতীয় বার সরকার গঠনের পর মোদীর প্রথম ‘মন-কি-বাত’, টিম ইন্ডিয়াকে জয়ের শুভেচ্ছা >
টিআইএসএস গুয়াহাটির এক ফ্যাকাল্টি মেম্বার জানিয়েছেন, "আমাদের চুক্তি গত মে মাসে শেষ হয়েছিল কিন্তু এই মাসের শুরুতে, আমরা টাটা ট্রাস্টের তহবিল পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের অনুরোধ করে একটি ইমেল পেয়েছি৷ তাই চুক্তি পুনর্নবীকরণ করা হবে এটাই ভেবেছিলাম। আমরা বেশিরভাগই আমাদের অনলাইন ভর্তির কাজ করছিলাম এবং সন্ধ্যার সময় আমরা চাকুরি বাতিলের এই চিঠিটি পেয়েছি। আমি এখানে ১১ বছর ধরে কাজ করেছি এবং আমাদের চুক্তি অনুসারে এক মাসের নোটিশ পিরিয়ডও দেওয়া হয়নি। আমাদের জুনের বেতন দাবি করার জন্য একটি বকেয়া ফর্ম পূরণ করার জন্য আমাদের মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছে"।