TBSE Tripura Board Madhyamik 10th Result 2020: প্রকাশিত হল ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল। এবছর প্রায় ৩৯,০০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যে যে ওয়েবাসাইট থেকে ফলাফল জানতে পারবেন schooleducation.tripura.gov.in, tbse.in, tripura.nic.in।
TBSE Result 2020:
সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবছর ৬৯.৪৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। নেতাজী সুভাস বিদ্যানিকেতন স্কুল থেকে প্রথম স্থানাধিকারি দ্বিপায়ন দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেঘনা শর্মা, তৃষশ্রী দেওয়ান, অভিরাজ পাল। ৪৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চারজন, আলড্রিণ রায়, যশরাজ দাস, দেবাদ্রিতা পাল, মেধা শর্মা। প্রথম দশে রয়েছে মোট পঁচিশজন পরীক্ষার্থী।
মার্চের ৩ তারিখ থেকে শুরু হয় পরীক্ষা। পুরোনো ও নতুন সিলেবাসে পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাসের জেরে বিঘ্নিত হয় পরীক্ষা। ত্রিপুরা রাজ্যের শিক্ষা দফতর বাকি থাকা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে।
TBSE Result 2020 Madhyamik, check result link at tripuraresults.nic.in
অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন schooleducation.tripura.gov.in, tbse.in, tripura.nic.in
‘download result link’ ক্লিক করুন
রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর লিখুন
ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন।
ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন
Read the full story in english