Advertisment

বিশ্বের সেরা ৩০০-র মধ্যে, ক্যাঙারুর দেশের দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ছে ভারতে

দেশের মাটিতে বিদেশি বিশ্ববিদ্যালয়, কবে হবে আনুষ্ঠানিক ঘোষণা?

author-image
IE Bangla Web Desk
New Update
Australian universities in Gujarat, Gujart Australian universities, Gandhinagar, GIFT City, Gujarat International Finance Tec-City (GIFT City) project, Ahmedabad news, Gujarat, Indian Express, Current affairs

দেশের মাটিতে বিদেশি বিশ্ববিদ্যালয়

ভারতে স্থাপিত হবে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনারত সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে এই দুই শিক্ষা প্রতিষ্ঠান। গুজরাটের গন্ধিনগরের কাছেই এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নিয়ে আলোচনা চলছে।

Advertisment

গান্ধিনগরের GIFT সিটিতে স্বাধীন আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্যই ইন্টারন্যাশনাল  ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটির সঙ্গে আলোচনায় বসেছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, সামনের মাসে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গুজরাট সফরের সময়েই  ঘোষণা করবেন এই প্রসঙ্গে। বিদেশি বিশ্ববিদ্যালয় গুলির ভারতে নিজেদের ক্যাম্পাস প্রতিষ্ঠার এই ইচ্ছে দীর্ঘদিনের।

গতবছর বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ঘোষণা করেছিলেন যে বিশ্ব মনের বিদেশি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোকে GIFT সিটিতে আর্থিক ব্যবস্থাপনা, বিজ্ঞান, কৌশল এবং প্রযুক্তি - ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রদানের অনুমতি থাকবে। তারা দেশীয় প্রবিধান থেকে একেবারেই আলাদা হবে। জানা হচ্ছে IFSCA আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো শুরু করেছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনায় বসেছে।

ভারতের পক্ষে এই উদ্যোগ যথেষ্ট ভাল হবে বলেই মনে করছেন বেশিরভাগ। তাঁদের কথায় ভারত থেকে অনেক শিক্ষার্থী রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান এই দুই বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্রদের সংখ্যা ছিল সর্বোচ্চ। বিদেশি ছাত্র হিসেবে এক বিরাট দল তারা তৈরি করেছিল। ভারতে বৈদেশিক শিক্ষার স্বার্থেই ইউজিসি নানান নিয়ম তৈরি করে। যার পর থেকেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের এই আগ্রহ আরও বেড়েছে। সানডে এক্সপ্রেস সূত্রে খবর, ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, উচ্চ শিক্ষা অধিদপ্তরের তরফে নিউজিল্যান্ড এবং ইউরোপের বিশ্ববিদ্যালয় গুলির সঙ্গেও আলোচনা করা হয়েছে।

Education UGC
Advertisment