Advertisment

পরীক্ষা না নিয়ে পাশ করানো যাবে না : সুপ্রিম কোর্ট

অবশ্যই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে নতুন তারিখের জন্য ইউজিসির কাছে যেতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুপ্রিম কোর্ট

UGC Guidelines for University Exams 2020 News Updates:ফাইনাল পরীক্ষা না হলে পাশ করানো যাবে না শিক্ষার্থীদের, নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নির্দেশ অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের চূড়ান্ত বর্ষের সমস্ত বাকি থাকা পরীক্ষা সম্পন্ন করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে। বিচার বিবেচনা করে পরীক্ষা নেওয়ার শেষ তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে। সে বিষয়ে ভাবনাচিন্তা করবে ইউজিসি। তবে ফাইনাল পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের।

Advertisment

৬ জুলাই, ইউজিসি যে গাইডলাইন জারি করেছিল, সে বিষয়ে আদালত জানিয়েছে, যদি কোনও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগ অবস্থার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রয়োজনীতা রয়েছে, সেক্ষেত্রে বিষয়টি  দেখা হবে।

ইউজিসি এর আগে জানিয়েছিল, ৬ জুলাইয়ের নির্দেশিকা বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ আলোচনার পর তৈরি করা হয়েছে কাজেই, নির্দেশিকার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত পরীক্ষা পরিচালনা করা সম্ভব হবে না, এমনটা দাবি করা ভুল হবে বলে মনে করছে ইউজিসি।

পরীক্ষা না নিয়ে ডিগ্রী প্রদানের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য।ইউজিসির সিদ্ধান্তকে বহাল রেখে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, যদি কোন রাজ্য মনে করে যে তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা পরিচালনা করতে পারবে না, তাহলে তাদের অবশ্যই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে নতুন তারিখের জন্য ইউজিসির কাছে আবেদন করতে হবে।

UGC
Advertisment